Breaking News

‘বিজেপিতে যাওয়া ভুল ছিল’, তৃণমূলে যোগ দিয়ে বললেন অভিনেত্রী পার্নো মিত্র!দিলেন ‘জয় বাংলা’ স্লোগান

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শুক্রবার চন্দ্রিমা ভট্টাচার্য এবং জয়প্রকাশ মজুমদারের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন পার্নো মিত্র | এদিন যোগদান প্রক্রিয়া শেষ হওয়ার পর তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেত্রী জানান, “একটা সময়ে বিজেপিতে যোগ দিয়েছিলাম। যেরকম ভেবেছিলাম বিষয়টা সেভাবে এগোয়নি। তবে ভুল তো মানুষ মাত্রই করে।” এরপরই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন রাজনৈতিক ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছেপ্রকাশ করেন পার্নো। এদিন পার্নো মিত্র বলেন, গতকাল বড়দিন ছিল, তার শুভেচ্ছা। আজকে আমার জন্য একটা বড় দিন। কারণ আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত্রীত্বে এবং তার আশীর্বাদে, আমার একটা নতুন পথ যাত্রা শুরু। এবং সেই পথে আমি এগিয়ে যাব, দিদির সাথে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নের্তৃত্বে। আরেকটা কথা বলব যে, ৬ বছর আগে, অবশ্যই বিজেপিতে যোগ দিয়েছিলাম। যেটা ভেবেছিলাম, হয়তো ঠিক সেইভাবে বিষয়টা এগোয়নি। এবং মানুষ তো ভুল করেই থাকে আমার মনে হয়। সেটা সংশোধন করার সময় এসে গিয়েছে, বলে আজকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একজন সদস্য হয়ে, নিজেকে সত্যই ধন্য মনে করছি। …আপনারা আমাকে অনেক বছর ধরে চেনেন, আমার কাজ দেখেছেন। আমার নির্বাচনের সময় ছিলেন। আপনাদের কাছে একটাই অনুরোধ যে, আপনারা আমার পাশে থাকবেন।’পার্নোর তৃণমূলে যোগদান প্রসঙ্গে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগে আকৃষ্ট হয়ে পার্নোই তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন।” পাশাপাশি ‘অভিনেত্রী পার্নো’র প্রশংসা করে তিনি বলেন, “২০০৭ সাল থেকে সিনেজগতে তাঁর পদাপর্ণ। এত স্বল্প সময়েই চল্লিশটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি নাগরিক হিসেবে মানুষের পাশে থাকার কর্তব্য সম্পর্কেও পার্নো যথেষ্ট সচেতন। আমাদের মাননীয়া বরাবরই নারী উন্নয়নের কথা বলেন। মাননীয়ার নির্দেশে পার্নোকে দলে স্বাগত জানাচ্ছি আমরা।” সামনেই ছাব্বিশের বিধানসভা ভোট। তার প্রাক্কালেই তৃণমূলে যোগ দিলেন পার্নো। যা কিনা অভিনেত্রীর প্রার্থী হওয়ার সম্ভাবনা উসকে দিল, বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। গতবারের বিধানসভা নির্বাচনেও অবশ্য প্রার্থী হিসেবে ভোটের ময়দানে ছুটেছিলেন পার্নো। তবে তৃণমূলের তাপস রায়ের বিরুদ্ধে বিজেপির টিকিটে বরানগরের জমিতে পদ্ম ফোটাতে ব্যর্থ হয়েছিলেন অভিনেত্রী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *