Breaking News

রাজ্যে নারী নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ!মৎস্যমন্ত্রীর মন্তব্যে জোর বিতর্ক বললেন, ‘মেয়েদের উপর অত্যাচার দেখলে লজ্জা হয়

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- রাজ্যে ক্রমশ নারী নির্যাতন বেড়েই চলেছে বলে অভিযোগ বিরোধীদের। যদিও সে অভিযোগ নস্যাৎ করে শাসক শিবির। পরিবর্তে সাম্প্রতিক অতীতে একাধিক ধর্ষণের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এই পরিস্থিতিতে উলটো সুর রাজ্যে মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরীর। নারী নির্যাতনের দায় প্রশাসনকে নিতে হবে বলেই দাবি তাঁর।মন্ত্রী অবশ্য কোনও রাজ্যের নাম উল্লেখ করেননি। ফলে এ রাজ্যে মেয়েদের সুরক্ষা নিয়ে তিনি উদ্বিগ্ন, না সামগ্রিক ভাবে এ কথা বলেছেন, তা স্পষ্ট হয়নি। আবার, তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গে মেয়েরা সুরক্ষিত, এমন দাবিও তাঁকে করতে শোনা যায়নি। তাই খোদ রাজ্যের মন্ত্রীর মুখে এমন মন্তব্যে বিতর্ক শুরু হয়েছে। যদিও পরে বিপ্লব দাবি করেন, মেয়েদের সুরক্ষা এবং উন্নতির জন্য প্রভূত প্রচেষ্টা চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রামনগর ১ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পাশেই আরএসএ ময়দানে নন্দিনী মেলা উপলক্ষে অনুষ্ঠানে যোগ দেন মৎস্য দফতরের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অখিল গিরি, তৃণমূল নেতা নিতাই সার, অমিয় ভট্টাচার্য, হাবিবুর রহমান। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য, রামনগর ১ ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কুন্তল চট্টোপাধ্যায়ও অনুষ্ঠানে ছিলেন। সকলের উপস্থিতিতে মঞ্চে দাঁড়িয়ে মন্ত্রী বলেন, “এখন খবরের কাগজ খুলতে সকালে ভয় হয়। আজকে হয়তো কোনও মেয়ের উপর নির্যাতন হয়েছে, তার খবর হয়তো বেরবে। এসব দেখলে লজ্জা হয়। এখন আর লজ্জা করে লাভ নেই। লজ্জা হবে কিন্তু আরও বেশি করে মেয়েদের এগিয়ে দিতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন। তবে সকলে এগোচ্ছে না। এখনও অনেকেই পিছিয়েই রয়েছেন। তবে একটাই আশার কথা, মেয়েদের স্কুলে বাড়ছে ছাত্রীর সংখ্যা।” মন্ত্রীর মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই চলছে জোর চাপানউতোর। এক্স হ্যান্ডেলে এই বক্তব্য উল্লেখ করে পোস্ট করেন কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি দিব্যেন্দু অধিকারী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *