প্রসেনজিৎ ধর :-এসআইআরের শুনানি পর্ব শুরু হয়েছে রাজ্যে। এই আবহে সাংবাদিক বৈঠক করে ফের একবার নির্বাচন কমিশনকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়| এসআইআর নিয়ে তৃণমূলের কোনও প্রশ্নের উত্তর দেয়নি নির্বাচন কমিশন। শনিবার সাংবাদিক সম্মেলনে আরও একাধিক প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সব প্রশ্নের উত্তর চাইতে আগামী ৩১ ডিসেম্বর দিল্লিতে যাচ্ছেন তিনি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে জবাব চাইবেন তিনি।বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাস্তায় নামছেন অভিষেক বন্দোপাধ্যায়। শনিবার তিনি জানান, আগামী ২ জানুুয়ারি থেকে বিশেষ কর্মসূচি শুরু করতে চলেছে তৃণমূল। জনসভা, রোড শো করবেন অভিষেক। একই সঙ্গে ১৫ বছরের কাজের রিপোর্ট কার্ডও দেবে তৃণমূল।বিজেপির কোনও সাংসদ জিরো আওয়ারে একটাও প্রশ্ন করেননি বলে দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। কটাক্ষের সুরে তিনি বলেন, ‘এরা বাংলা থেকে ভোট নিয়ে যায়।’লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের দাবি তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা, ‘কেউ কিছু জানতে পারল না কেন?’ তিনি স্পষ্ট ভাষায় বলে দেন, ‘তালিকা প্রকাশ না করলে কমিশনের অফিস ঘেরাও হবে।’ একই সঙ্গে কমিশনের বিরুদ্ধে কেন FIR হবে না, সেই প্রশ্নও তোলেন অভিষেক।পরিসংখ্যান দিয়ে অভিষেক দাবি করেন – তামিলনাড়ুতে মোট জনসংখ্যা ৭ কোটি ৭৫ লক্ষ, আর নাম বাদ গেছে ৫৭ লক্ষ ৩০ হাজারের। ১২.৫৭ শতাংশ। গুজরাটে জনসংখ্যা ৭ কোটি ৩৯ লক্ষ। বাদ যাওয়া ভোটারের সংখ্যা ৭৩ লক্ষ ৭৩ হাজার। প্রায় ১০ শতাংশ। ছত্তীসগড়ের জনসংখ্যা ৩ কোটি ১২ লক্ষ, বাদ যাওয়া ভোটারের ২৭ লক্ষ ৩৪ হাজার। শতাংশে ৮.৭৬। পশ্চিমবঙ্গের জনসংখ্যা ১০ কোটির কিছু বেশি আর নাম বাদ গেছে ৫৮ লক্ষ, শতাংশের বিচারে ৫ শতাংশ।
Hindustan TV Bangla Bengali News Portal