Breaking News

পূর্ব মেদিনীপুরে শপিং মলের মধ্যে থেকে কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার!প্রেমের সম্পর্কে টানাপোড়েনে চরম সিদ্ধান্ত?তদন্তে পুলিশ

প্রসেনজিৎ ধর :- শপিং মলের ভিতরে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ। তিনি ওই শপিং মলেরই কর্মী ছিলেন। শুক্রবার ভোরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পারেন সহকর্মীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের এগরা শহরে। যুবক আত্মহত্যা করেছেন নাকি, পিছনে অন্য কোনও কারণ তা নিয়ে ধোঁয়াশা। প্রাথমিক অনুমান, প্রেমঘটিত কারণে চরম পদক্ষেপ নিয়েছেন যুবক। মৃত যুবকের নাম তাপস সাউ (২২)। তিনি এগরার এক নামী শপিং মলের কর্মী ছিলেন। আজ, শুক্রবার ভোরে ওই শপিং মলের উপরে থাকা রেস্তরাঁ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাপসকে উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। খুন নাকি আত্মহত্যা? তদন্ত শুরু হয়েছে।
পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত যুবকের বাড়ি মোহনপুর ব্লকের লালবাজার পলাশিয়া এলাকায়। শপিং মলের মধ্যে এইভাবে এক যুবকের দেহ ঝুলন্ত অবস্থায় দেখে আতঙ্কিত হয়ে পড়েন অন্যান্যরা। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়ছেন তদন্তকারীরা। তবে প্রাথমিক তদন্তের পর অনুমান, প্রেমঘটিত কোনও কারণে চরম পদক্ষেপ নিয়েছেন যুবক। কী ঘটেছিল তা জানতে নিহতের সহকর্মী ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শপিং মলের মতো জায়গায় কী করে এই কাণ্ড ঘটল তা নিয়েও প্রশ্ন উঠছে। তদন্ত শুরু করেছে পুলিশ।শপিং মলের মতো একটি জনবহুল এবং সুরক্ষিত স্থানে এই ধরনের ঘটনায় স্থানীয় অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *