Breaking News

গরু পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদ এর জন্য সিবিআই দফতরে হাজিরা দুই আইপিএসের

নিজস্ব সংবাদদাতা :- গরু পাচার কাণ্ডে বেশ কিছুদিন ধরেই সিবিআইয়ের নজরে ছিলেন দুই আইপিএস অংশুমান সাহা ও কল্লোল গণাই | একজন মুর্শিদাবাদের প্রাক্তন ডিআইজি কল্লোল গণাই বর্তমানে তিনি আইজি আইবি | অন্যজন জেলার প্রাক্তন অ্যাডিশনাল এসপি অংশুমান সাহা,বর্তমানে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের ডিসি সদর | সিবিআই সূত্রে খবর, দ্বিতীয় নোটিসের পর সোমবার হাজিরা দিলেন এই দুই আইপিএস | সূত্রের খবর,সিবিআই মূলত এদের কাছ থেকে জানতে চায়, গরুকাণ্ডের মাথা এনামুল হকের কাছ থেকে তাঁরা কোনও আর্থিক সুবিধা পেয়েছিলেন কি না | পাশাপাশি এই গরু পাচারের বিষয়ে তাঁরা কোনও খবর পেয়েছিলেন কি না তা নিয়েও জিজ্ঞাসাবাদ তদন্তকারীদের | সিবিআই সূত্রে খবর, গরু পাচার নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করতে আগেই নোটিস পাঠিয়েছিলেন তদন্তকারীরা। সিবিআইয়ের পাঠানো নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন | যদিও সেই মামলায় কলকাতা হাইকোর্ট এখনও চূড়ান্ত রায় দেয়নি | এরইমধ্যে সিবিআই তাদের দ্বিতীয় নোটিস পাঠায়| সোমবার তাঁদের নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয় | প্রসঙ্গত, এর আগে কয়লাপাচার কাণ্ডে আইপিএস তথাগত বসুকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *