Breaking News

‘বাংলা ভাষা বলা অপরাধ হতে পারে না’, ওড়িশায় বাঙালি পরিযায়ী শ্রমিক খুন, তদন্তে পড়শি রাজ্যে পুলিশ পাঠালেন মমতা!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের অভিযোগে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ওড়িশায় মুর্শিদাবাদের এক যুবক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। মৃত যুবকের নাম জুয়েল রানা। তিনি মুর্শিদাবাদের সুতি এলাকার বাসিন্দা। অভিযোগ, বাংলায় কথা বলার কারণে তাঁকে বাংলাদেশি বলে দাগিয়ে নির্মমভাবে মারধর করা হয়, যার জেরে তাঁর মৃত্যু হয়।শনিবার এক্স হ্যান্ডল পোস্টে মুখ্যমন্ত্রী লিখলেন, ‘প্রতিটি বিজেপি-শাসিত রাজ্যে বাংলাভাষী মানুষের উপর যে নির্মম অত্যাচার ও নিগ্রহ নেমে এসেছে আমরা তাকে তীব্র ধিক্কার জানাচ্ছি। বাংলা ভাষা বলা কোনো অপরাধ হতে পারে না। আমরা নিগৃহীত, সন্ত্রস্ত ও অত্যাচারিত সেইসব পরিযায়ী বাংলাভাষী পরিবারের পাশে আছি, সেই সব পরিবারকে আমরা সমস্ত রকম সমর্থন দেব।’ তিনি এও জানিয়েছেন যে নিহত জুয়েল রানাকে নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ ইতিমধ্যে সুতি থানায় জিরো এফআইআর রুজু করেছে, ইতিমধ্যে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে ওড়িশা যাচ্ছে রাজ্য পুলিশের একটি দল। মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন যে আর্থিক সমর্থন দেওয়া হবে। তিনি লিখেছেন, “অতি সম্প্রতি জঙ্গিপুর এলাকার কিছু পরিযায়ী শ্রমিকের উপর বিজেপি-শাসিত ওড়িশা রাজ্যে নানা অত্যাচার নেমে এসেছে। এটা খুবই দুর্ভাগ্যজনক যে জঙ্গিপুরের সুতি এলাকার এক তরুণ পরিযায়ী শ্রমিককে সম্বলপুরে ২৪ ডিসেম্বর তারিখে পিটিয়ে মারা হয়েছে। মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিকরা ওড়িশা থেকে সন্ত্রস্ত হয়ে বাড়ি ফিরছেন। এই মর্মান্তিক ঘটনায় আমরা পরিবারগুলির সঙ্গে আছি এবং নিহতের পরিবারের প্রতি আমাদের আর্থিক সহায়তাও পৌঁছে যাবে।” এখানে উল্লেখ্য, জুয়েল রানার মৃত‍্যুর ঘটনায় ইতিমধ্যেই সুতি থানায় একটি ‘জিরো’ এফআইআর করা হয়েছে রাজ‍্য পুলিশের তরফে। ওডিশায় ইতিমধ্যেই ঘটনার অনুসন্ধানে রাজ‍্য পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *