Breaking News

কাজে অসম্মতি!৭৭৮ মাইক্রো অবজার্ভারকে শোকজ, কেন কড়া কমিশন?

নিজস্ব সংবাদদাতা :-এসআইআর শুনানিতে ডিউটি করতে রাজি না হওয়ায় ৭৭৮ জন মাইক্রো অবজারর্ভারকে শোকজ করল কমিশন। শুক্রবার এই সংখ্যাটি ছিল ২৫০। সেই সংস্থাই হঠাৎ করে শনিবার বেড়ে হয়েছে ৭৭৮। কমিশন জানিয়েছে এই শোকজ করা অবজারর্ভারদের জবাব দিতে হবে। তা না করলে তাদের সসপেন্ড করা হবে। জানা গিয়েছে, এসআইআর প্রক্রিয়ার শুনানিতে ডিউটি করতে রাজি নন তাঁরা। ২৪ ডিসেম্বর মাইক্রো অবজার্ভারদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে অনুপস্থিত ছিলেন তাঁরা। সে জন্যই তাঁদের শোকজ করা হল। শোকজের জবাব দেওয়ার জন্য ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। জানা গিয়েছে, শোকজের জবাব না পেলে ওই মাইক্রো অবজার্ভারদের সাসপেন্ড করা হবে। এখন দেখার, কী জবাব দেন ওই মাইক্রো অবজার্ভাররা।যারা এই ধরণের অভিযোগ জানিয়ে আবেদন করেছেন তাদের অভিযোগগুলি খতিয়ে দেখছে কমিশন। ফলে যে ৭৭৮ জন অবজারর্ভারকে শোকজ করা হয়েছে তাদের জবাব তলব করেছে কমিশন। কিন্তু জবাবে যদি কমিশন সন্তুষ্ট না হয় তাহলে তাদের সাসপেন্ড করাও হুঁশিয়ারি দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। বাংলায় শনিবার থেকে শুরু এসআইআর-এর শুনানি পর্ব। কিন্তু এখনও জট মাইক্রো অবজারর্ভারদের কাজে যোগ দেওয়া নিয়ে টানাপোড়েন অব্যাহত। প্রসঙ্গত শুনানি পর্বে নজরদারির জন্য ৪৬০০ কেন্দ্রীয় সরকারি কর্মচারীকে মাইক্রো অবজারর্ভার হিসেবে নিয়োগ করেছে কমিশন। কিন্তু শেষমেষ কারা ডিউটি করবে সে জট না খোলায় এখনও ধোঁয়াশা অব্যাহত।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *