Breaking News

স্ত্রী লাভলি মৈত্র তৃণমূলের টিকিট পেতেই স্বামী সৌম্যকে পুলিশ সুপারের পদ থেকে সরাচ্ছে কমিশন

দেবরীনা মণ্ডল সাহা :- স্ত্রী লাভলি মৈত্র সোনারপুর দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী | আর তাই এবার নির্বাচনী আচরণবিধি অনুযায়ী পদ থেকে সরানো হচ্ছে তাঁর স্বামী তথা হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়কে, এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে | বিরোধীদের অভিযোগ পাওয়ার পরই নির্বাচনী বিধি মেনে সৌম্য রায়কে সরানোর প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে বলে খবর | যেহেতু কোনও প্রার্থীর নিকট-আত্মীয় নির্বাচন প্রক্রিয়ায় থাকতে পারে না, সেই যুক্তি দেখিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে এসপি-কে | তিনি কোনও নির্বাচনী প্রক্রিয়াতেও অংশ গ্রহণ করবে না বলে জানিয়েছে কমিশন | কমিশন সূত্রে খবর, নির্বাচনী আইনে স্পষ্টভাবে বলা রয়েছে, যদিও কোন প্রার্থীর নিকট আত্মীয় ভোটের কাজে যুক্ত থাকেন তবে তাঁকে তৎক্ষণাৎ সরিয়ে দিতে হবে | এ ক্ষেত্রে পক্ষপাতদুষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায় যে কারণে এই সিদ্ধান্ত কমিশন নিয়েছে | এ বাদেও কমিশনের কাছে পৃথক একটি অভিযোগ জমা পড়েছে | একদিকে, স্ত্রী যখন প্রার্থী হচ্ছেন,তখন কীভাবে পুলিশ সুপারের পদে স্বামী থাকতে পারেন? সেই প্রশ্ন তুলেই এ দিন লাভলি মৈত্রর স্বামীকে অপসারণ করে নির্বাচন কমিশন | যদিও ভোট মিটলে তিনি আগের পদেই বহাল হতে পারবেন | এদিকে, এদিনই আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নারীদিবসের মিছিলে হেঁটেছেন লাভলি মৈত্র | কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত আয়োজিত মিছিলের পর মঞ্চে বক্তব্য রেখেছেন লাভলি মৈত্র | তিনি বলেন, “দিদিকে প্রণাম জানাই। বাংলা নিজের মেয়েকেই চায় |একমাত্র বাঙালি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের |” সেই সঙ্গেই স্লোগানও দেন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *