Breaking News

১৫ সদস্য গেলেন বিজেপিতে, মালদহ জেলা পরিষদে সংখ্যাগরিষ্ঠ বিজেপি, হাতছাড়া তৃণমূলের

অভিষেক সাহা, মালদহ :- মালদহ জেলা পরিষদ হাতছাড়া হল তৃণমূল কংগ্রেসের, এমনটাই দাবি করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী | সোমবার হেস্টিংসে বিজেপির নির্বাচনী ওই জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডলের হাতে বিজেপির পতাকা তুলে দিলেন দিলীপ ঘোষ | ওই জেলা পরিষদের সভাধিপতি-সহ ১৪ জন সদস্য এ দিন বিজেপিতে এলেন | এই প্রথম রাজ্যের কোনও জেলা পরিষদের ক্ষমতায় এল বিজেপি | তবে এমনটা যে হতে চলেছে তার ইঙ্গিত আগে থেকেই পেয়েছিল শাসকদল | একজন প্রার্থী হয়েও দল ছেড়েছিলেন, অপরজন প্রার্থী না হতে পেরে | প্রথমজন হবিবপুরের প্রার্থী সরলা মুর্মু | দ্বিতীয়জন জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অম্লান ভাদুড়ী | মালদহ জেলা পরিষদে মোট আসন সংখ্যা ৩৮ | সেখানে তৃণমূলের সদস্য ছিল ৩১ | বিজেপি ও কংগ্রেসের যথাক্রমে ৫ ও ২ জন সদস্য | বিজেপির দাবি, আগেই দু’জন যোগদান করায় তাদের সদস্য বেড়ে হয়েছিল ৯ | ১৪ জন যোগদান করায় সেটাই বেড়ে হল ২৩ | ফলে অনায়াসেই সংখ্যাগরিষ্ঠতা পেল বিজেপি | মালদহ জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল দীর্ঘ কয়েক দিন ধরেই শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগে ছিলেন বলে খবর | মেদিনীপুরে গিয়েই তিনি দেখা করেছিলেন শুভেন্দুর সঙ্গে | ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা যদিও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব করেছিল | কিন্তু, কিছুতেই কোনও কাজ হয়নি | একুশের ভোটের আগে বিজেপি তৃণমূলকে বড় ধাক্কা দিলেন বলে মত রাজনৈতিক মহলের |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *