দেবরীনা মণ্ডল সাহা :- নতুন বছরের পাঁচ দিন কাটতে না কাটতেই কাজ হারালেন প্রায় এক হাজার শ্রমিক| মঙ্গলবার উত্তেজনা ছড়াল কামারহাটির প্রবর্তক জুট মিলে, যা নিয়ে তীব্র উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। ব্যস্ত সময়ে বিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন কর্মীরা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বেলঘড়িয়া থানার পুলিশ। সেই সময়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। শ্রমিকদের দাবি, হঠাৎ করে জুটমিলের গেটে কাজ বন্ধের নোটিস দেওয়া হয়েছে। কিন্তু কেন সে বিষয়ে কিছু জানানো হয়নি। শ্রমিকরা যখন নিয়ম মতো কাজে ঢুকতে যাচ্ছেন, ঠিক তখনই সামনে আসে বন্ধ গেট। লোহার গেটে ঝুলছে তালা, তার ওপরে টাঙানো একটি নোটিস। তাতে স্পষ্ট ঘোষণা, “অনির্দিষ্টকালের জন্য মিল বন্ধ।”মালিকপক্ষের দাবিতে, কাঁচাপাটের তীব্র সংকট, সঙ্গে আকাশছোঁয়া দাম—এই কারণেই মিল চালানো অসম্ভব হয়ে উঠেছে। তাই বাধ্য হয়েই তালা ঝুলেছে মিলের গেটে। কিন্তু শ্রমিকদের অভিযোগ একেবারে উল্টো, “ধোঁকাবাজি করা হয়েছে আমাদের সঙ্গে।” এক প্রতিবাদী শ্রমিকের আক্ষেপ, “প্রথমে বলল পাঁচ দিন মিল চলবে। পরে হল চারদিন। আমরা সহযোগিতা করেছি। এখন হঠাৎ বন্ধ!”এদিকে কারখানা দ্রুত খোলা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা। এদিকে নতুন করে যাতে অশান্তি না ঘটে সেজন্য কারখানার গেটে মোতায়েন করা হয়েছে পুলিশ।
Hindustan TV Bangla Bengali News Portal