Breaking News

সোনালির সঙ্গে দেখা করলেন অভিষেক, সদ্যোজাতর নাম রাখলেন ‘আপন’!দিলেন নামের ব্যাখ্যাও

নিজস্ব সংবাদদাতা :-পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার বীরভূমের রামপুরহাটে দলীয় কর্মসূচি শেষ করে রামপুরহাট মেডিক্যাল কলেজের মাতৃসদনে গিয়ে সোনালি এবং তাঁর সদ্যোজাত সন্তানের সঙ্গে দেখা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।সোনালি এবং তাঁর মায়ের অনুরোধে সদ্যোজাতর নামকরণ করেন তিনি। সোনালির ছেলের নাম ‘আপন’ রেখেছেন অভিষেক। তিনি বলেন, ‘অন্তঃসত্ত্বা সোনালিকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছিল। ও ফিরে এসেছে। এই সন্তানটি আমাদের সকলের আপন।’ এ দিন সোনালিদের বাংলাদেশে পুশব্যাক করার ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে ফের সরব হন অভিষেক|অনুপ্রবেশকারী সন্দেহে বীরভূমের বাসিন্দা সোনালিকে বাংলাদেশে ‘পুশব্যাক’ করা হয়েছিল। আদালতের নির্দেশে ৫ ডিসেম্বর দেশে ফিরিয়ে আনা হয় ন’মাসের অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে। সোমবার রামপুরহাট মেডিক্যাল কলেজে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। মঙ্গলবার রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সোনালির সঙ্গে দেখা করার পরে অভিষেক বলেন, ‘সোনালি এবং তাঁর সন্তান দু’জনেই সুস্থ রয়েছে। আমরা মিটিং থেকে গিয়েছি। মাথায় টুপি, গ্রাউন পরে, সমস্ত নিয়ম মেনে দেখা করি। সোনালি এবং ওঁর মা শিশুটির নাম রাখার জন্য অনুরোধ করেছিলেন। ওঁরা যে প্রতিকূলতার মধ্যে দিয়ে গিয়েছেন, তা মাথায় রেখে ওঁদের নাম রাখতে বলেছিলাম। তার পরেও ওঁরা আমাকে অনুরোধ করেন। আমি বাচ্চাটার নাম রেখেছি আপন।’অভিষেকের অভিযোগ, প্রথমে দিল্লি পুলিশের হেনস্থা, তার পর বিএসএফ-র মাধ্যমে বাংলাদেশে পুশব্যাক— শারীরিক নির্যাতনের পাশাপাশি মানসিক যন্ত্রণা সয়েছেন অন্তঃসত্ত্বা সোনালি। বাংলাদেশের জেলে মাসের পর মাস কাটাতে হয়েছে তাঁকে। এখনও দেশে ফিরতে পারেননি তাঁর স্বামী তানিশ শেখ। তিনি জানান, “তানিশের মামলা আজ সুপ্রিম কোর্টে উঠেছিল। কেন্দ্র সময় চেয়েছে। যত দ্রুত সম্ভব ওকে ফিরিয়ে আনব, আইনি লড়াই চলছে।”অভিষেকের দাবি, “মানুষের চোখের জলের মূল্য দিতে হবে বিজেপিকে। একমাত্র দোষ — বাংলায় কথা বলে। বাবা-মায়ের নাম ভোটার তালিকায়, তবু জোর করে পাঠানো হয়েছিল ওদের। আদালত তার জবাব দিয়েছে।” কয়েক মাস পরে ফের সোনালি ও তাঁর সন্তানের খোঁজ নিতে বীরভূমে আসার আশ্বাসও দেন তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *