Breaking News

রাজনৈতিক ময়দানে সক্রিয় হয়ে উঠলেন হরিরামপুরের দাপুটে নেতা পাল!তৃণমূল-বিজেপি হয়ে এবার যোগ দিলেন কংগ্রেসে

দেবরীনা মণ্ডল সাহা :- সামনেই ছাব্বিশের নির্বাচন। তার আগে ফের রাজনৈতিক ময়দানে সক্রিয় হয়ে উঠলেন হরিরামপুরের দাপুটে নেতা সোনা পাল। শুক্রবার দুপুরে বালুরঘাটে জাতীয় কংগ্রেসে যোগ দিতেই জেলা রাজনীতিতে তাকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস ও বিজেপির পর সোনা পাল এদিন কংগ্রেসে যোগ দেন তিনি।শুক্রবার প্রায় দেড়শ লোক নিয়ে তিনি হরিরামপুর থেকে বালুরঘাট আসেন বলে দাবি করা হয়েছে। বালুরঘাটে জেলা কংগ্রেস কার্যালয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। সঙ্গে ছিলেন অনান্য প্রদেশ ও জেলা নেতৃত্ব। এর পড়েই বালুরঘাট শহরে কংগ্রেসের মিছিলে যোগ দেন অন্যান্য নেতা-কর্মীরা। বিজেপিকে প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করলেও, তাঁর বক্তব্য দাবি হরিরামপুরের তৃণমূল বিধায়ক, রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রকে হারানোই তাঁর একমাত্র লক্ষ্য।সোনা পাল বলেন, “আমার জন্যই বিপ্লব মিত্র ২০১১ সালে হরিরামপুর বিধানসভায় নির্বাচিত হন। কিন্ত পরবর্তীতে বিপ্লব মিত্র আমাকে প্রতিদন্ধী মনে করতে থাকেন। তাঁর ভয় আমি ওই কেন্দ্রে তৃণমূলে প্রার্থী হওয়ার দাবিদার।” তাঁর দাবি, “সেই জন্যই বারবার বিপ্লব মিত্রর প্রতিহিংসায় আমাকে তৃণমূল থেকে বহিস্কার হতে হয়েছে। আমাগী বিধানসভায় কংগ্রেস আমাকে প্রার্থী করুক বা না করুক, বিপ্লব মিত্র হরিরামপুর থেকে পরাজিত হবে এটা নিশ্চিত।”হরিরামপুরের বিধায়ক, তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, “তাঁকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ করিনা। গত পঞ্চায়েত, বিধানসভা ও লোকসভাতে অনেক চেষ্টা করেছিলেন এলাকায় তৃণমূলের ভোট কাটার। কিন্ত হাজার চেষ্টা করেও পারেননি। গুরুত্বপূর্ণ হলে এতদিন অনেক কিছুই করতে পারতেন। নিজের এলাকায় তাঁর প্রভাব নেই। ভোটের আগে কেন এসব করছে তা আর বলার অপেক্ষা রাখেনা।”কংগ্রেসে যোগদানের আগে থেকেই সোনা পাল নিজ এলাকায় জনসংযোগ শুরু করেছেন। লোকের ভিড়ে বালুরঘাটে জেলা কংগ্রেস ভবনের সামনেই তৈরি হওয়া অনুষ্ঠান মঞ্চ পরে মঞ্চের ঘেরা খুলে দেওয়া হয়। শুধুমাত্র কংগ্রেসে যোগদান নয়, হাত প্রতীকে আগামী নির্বাচনে হরিরামপুর বিধানসভায় রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্রের বিপক্ষে লড়তে পারেন সোনা পাল এদিন এমনই ইঙ্গিত দিলেন রাজ্য নেতৃত্বরা। একদা বিপ্লব ঘনিষ্ঠ বলে পরিচিত সোনা পাল বিপক্ষে দাঁড়ালে কিছুটা হলেও শাসক দলের অস্বস্তি বাড়বে বই কমবে না রাজনৈতিক মহলের মত |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *