প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এবং নির্বাচন কমিশনের ভূমিকা ক্রমশ রাজনৈতিক পক্ষপাতদুষ্ট হয়ে উঠছে। এই অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| চিঠিতে নির্বাচন কমিশনের সাম্প্রতিক একাধিক সিদ্ধান্ত ও পদক্ষেপকে ‘গণতন্ত্রের জন্য উদ্বেগজনক’ বলে উল্লেখ করেছেন তিনি। ছাপা চিঠির শেষে হাতে লিখে মুখ্যমন্ত্রী এও লিখেছেন, “জানি আপনি কোনও উত্তর দেবেন না, কিন্তু সমস্ত তথ্য আপনার কাছে তুলে ধরা আমার কর্তব্য।”এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন ইস্যুতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। কেন মাত্র ২ মাসে এসআইআর প্রক্রিয়া শেষ করা হচ্ছে, সেই প্রশ্ন তোলেন। হিয়ারিং শুরু হওয়ার পর ভোটারদের হয়রানির অভিযোগ তুলেও মুখ্য নির্বাচন কমিশনারকে আক্রমণ করেন তিনি। এদিন মুখ্য নির্বাচন কমিশনারকে তিন পাতার চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী।অমর্ত্য সেন, জয় গোস্বামী, মহম্মদ শামি, দেব-কে হিয়ারিংয়ের নোটিস পাঠানো নিয়ে গত কয়েকদিন ধরেই নির্বাচন কমিশনকে তোপ দেগে চলেছে তৃণমূল। গতকাল দেবকে পাশে নিয়ে এই নিয়ে কমিশনকে খোঁচা দিয়েছিলেন মমতা। আর এদিন চিঠিতে বিশিষ্ট ব্যক্তিদের হিয়ারিংয়ের নোটিস পাঠানো নিয়ে মমতা সরব হন।চিঠিতে মুখ্যমন্ত্রী আরও লেখেন, এসআইআর প্রক্রিয়ায় এখনও পর্যন্ত ৭৭ জনের মৃত্যু হয়েছে। ৪ জন আত্মহত্যার চেষ্টা করেন। এবং ১৭ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নামের বানান সামান্য বদল হলে কিংবা বাবা-মায়ের সঙ্গে সন্তানের বয়সের পার্থক্য ১৮-১৯ হলেই হিয়ারিংয়ে ডেকে কেন হয়রানি করা হচ্ছে, সেই প্রশ্ন তোলেন মমতা। চিঠিতে মুখ্য নির্বাচন কমিশনারকে মমতা লেখেন, “যদিও দেরি হয়ে গিয়েছে। তবু আশা করি, মানুষের হয়রানি কমাতে উপযুক্ত পদক্ষেপ করবেন।”শুনানি পর্বে পর্যবেক্ষক বা মাইক্রো অবজ়ার্ভারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। চিঠিতে তিনি দাবি করেছেন, পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়াই একতরফা ভাবে তাঁদের নিয়োগ করেছে কমিশন। তাঁদের মধ্যে অনেকেই নিজেদের এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন। মমতার অভিযোগ, কিছু পর্যবেক্ষক নাকি সাধারণ মানুষকে ‘দেশদ্রোহী’ বলেও দাগিয়ে দিচ্ছেন! কমিশনের তথ্যগত অসঙ্গতির তালিকা (লজ়িক্যাল ডিসক্রিপেন্সি) নিয়ে সন্দেহপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি মনে করেন, এই তালিকা পুরোপুরি অযৌক্তিক! কমিশনের ‘পোর্টাল’ নিয়েও প্রশ্ন তোলেন মমতা। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গে ব্যবহৃত ‘পোর্টাল’ অন্য কোনও রাজ্যের থেকে আলাদা কেন? দিন দুয়েক আগে গঙ্গাসাগর থেকে ফেরার সময় কমিশনের ‘পোর্টাল’ নিয়ে মন্তব্য করেছিলেন মমতা। তাঁর অভিযোগ ছিল, বিজেপির আইটি সেল ওই পোর্টাল তৈরি করেছে।
Hindustan TV Bangla Bengali News Portal