Breaking News

স্বস্তিতে মুকুল রায়!বিধায়কই থাকছেন মুকুল রায়, মানবিকতার কারণেই নির্দেশ সুপ্রিম কোর্টের

দেবরীনা মণ্ডল সাহা :- দীর্ঘ আইনি লড়াই ও বিতর্কের পর বড়সড় স্বস্তি পেলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। কলকাতা হাইকোর্টের দেওয়া বিধায়ক পদ খারিজের নির্দেশের ওপর শুক্রবার অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। ফলে আপাতত বিধায়ক পদ বজায় থাকছে অসুস্থ এই নেতার। মুকুল রায়ের শারীরিক অবস্থা বিবেচনা করে ‘মানবিক’ কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ আদালত।প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চের পর্যবেক্ষণ, “উনি গুরুতর অসুস্থ। হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের খরচ এবং অন‍্যান‍্য ক্ষেত্রে বিধায়ক পদের সুবিধার প্রয়োজনীয়তা থাকতে পারে।”এদিনের শুনানিতে সুপ্রিম কোর্ট এই মামলা প্রসঙ্গে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ সব পক্ষকে নোটিশ জারি করেছে। আগামী চার সপ্তাহের মধ্যে তাঁদের নোটিশের জবাব দিতে বলা হয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ছয় সপ্তাহ পর। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন মুকুল রায়। কিন্তু নির্বাচনের পর তিনি পুনরায় তাঁর পুরনো দল তৃণমূলে ফিরে আসেন। এর পরেই দলত্যাগ বিরোধী আইনে তাঁর বিধায়ক পদ খারিজের দাবিতে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়ক অম্বিকা রায়।বিধানসভার স্পিকার মুকুল রায়ের পদ খারিজ করতে অস্বীকার করায় মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। হাইকোর্ট মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের নির্দেশ দিলেও সুপ্রিম কোর্টের এদিনের রায়ে তাতে সাময়িকভাবে ইতি পড়ল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *