Breaking News

মায়াপুরে রুম বুকিং করতে গেলেই বড় বিপদে পড়তে হচ্ছে পর্যটকদের!এফআই আর ইসকনের

প্রসেনজিৎ ধর :- নদিয়ার মায়াপুরে কৃষ্ণভক্তদের আনাগোনা লেগে থাকে সারা বছরই। বিভিন্ন উৎসবে বাড়ে ভিড়। সেই মায়াপুরেই প্রতারণার শিকার হচ্ছেন বহু মানুষ। রুম বুক করতে গিয়ে প্রতারিত হচ্ছেন ভক্ত ও পর্যটকরা। এই অভিযোগেই এফআইআর দায়ের করেছে ‘ইসকন’। কীভাবে বুকিং করলে প্রতারণার মুখে পড়তে হবে না, সেটাও জানিয়ে দেওয়া হয়েছে ইসকনের তরফে।বুকিংয়ের জন্য দেওয়া টাকাও খোয়া গিয়েছে বলে অভিযোগ। মায়াপুরের আবাসন কেন্দ্র—প্রভুপাদ ভিলেজ, ইসোদ্যান, গাদা ভবন, কঞ্চ ভবন ও গীতা ভবনে ঘর ভাড়া দেওয়ার কথা বলা হচ্ছে ওই প্রতারণা মাধ্যমে।বিষয়টি সামনে আসার পরই কালবিলম্ব করেনি ইসকন কর্তৃপক্ষ। মন্দির কর্তৃপক্ষ এই বিষয়ে এফআইআর দায়ের করেছে। পুলিশের সাইবার ক্রাইম বিভাগেও বিষয়টি জানানো হয়েছে।
ইসকন সূত্রে জানা গেছে, প্রতারকরা একাধিক ভুয়ো ওয়েবসাইট ও হোয়াটসঅ্যাপ-ভিত্তিক বুকিং চ্যানেল তৈরি করেছে। যেখানে মায়াপুরের পরিচিত আবাসন কেন্দ্র—প্রভুপাদ ভিলেজ, ইসোদ্যান, গাদা ভবন, কঞ্চ ভবন ও গীতা ভবনে ঘর দেওয়ার মিথ্যা দাবি করা হচ্ছে। কর্তৃপক্ষের চিহ্নিত এমনই একটি অননুমোদিত ওয়েবসাইট হল www.prabhupadvillage.com। একই ধরনের আরও বহু ভুয়ো ওয়েবসাইট সক্রিয় রয়েছে।এই বিষয়ে ইসকনের ভাইস-প্রেসিডেন্ট রাধারমণ দাস বলেন, “এই ওয়েবসাইটগুলি দেখতে অত্যন্ত পেশাদার ও বিশ্বাসযোগ্য। উৎসবের সময় ঘরের চাহিদা বেশি থাকায় তারা কখনও ছাড় বা বিশেষ সুবিধার প্রলোভন দেখায়। পুরো টাকা নেওয়ার পর হঠাৎই উধাও হয়ে যায়।” সাধারণ ভক্ত, পর্যটকদের সতর্ক করতে ইসকনের পক্ষ থেকে নিজেদের ওয়েবসাইট ফের জনসমক্ষে এনেছে। ইসকনের তরফে বলা হয়েছে, মায়াপুরে রুম বুকিংয়ের জন্য একমাত্র সরকারি ও অনুমোদিত ওয়েবসাইট হল https://www.visitmayapur.com/, এছাড়া অন্য কোনও ওয়েবসাইট, এজেন্ট, হোয়াটসঅ্যাপ নম্বর, ফোন কলের মাধ্যমে করা বুকিং অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *