Breaking News

‘বাংলায় বিজেপির সরকার হলেই বন্ধ হবে তৃণমূলের দুর্নীতি, ওরা নিপীড়িতদের টাকা লুটছে’,মালদহ থেকে হুঁশিয়ারি মোদীর!

প্রসেনজিৎ ধর :- বাংলায় ক্ষমতায় এলেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে বিজেপি-র নতুন সরকার | এদিন মালদহের সভা থেকে এমনই হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ অনুপ্রবেশকারী এবং শাসক দল তৃণমূলের আঁতাঁত ভাঙারও ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী |মালদা টাউন থেকে চালু হল বন্দে ভারত স্লিপার ট্রেন। এই ট্রেনের উদ্বোধনে রীতিমতো উচ্ছ্বসিত মালদহবাসী। অসমের উদ্দেশে রওনা হল সেই ট্রেন। এদিন ট্রেন উদ্বোধনের পর ট্রেনের ভিতরে প্রবেশ করে যাত্রীদের সঙ্গে কথা বলেন মোদী। এদিন মালদহে সভাও করছেন তিনি।অনুপ্রবেশকারী ইস্যুতে সরব হয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলার সামনে একটা বড় চ্যালেঞ্জ রয়েছে | পৃথিবীর সমৃদ্ধ, বিকশিত দেশগুলিও নিজেদের দেশ থেকে অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দিচ্ছে| পশ্চিমবঙ্গেও অনুপ্রবেশকারীদের বের করা জরুরি| অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া উচিত কি না? তৃণমূল সরকার থাকলে সেই কাজ অসম্ভব| আপনাদের অধিকার, জমি, মা, বোনেদের নিরাপত্তা থাকবে না | তৃণমূল কোনও দিন এদের তাড়াবে না | কে তাড়াবে?’একই সঙ্গে অবশ্য মতুয়া শরণার্থীদের নাগরিকত্ব নিয়ে আশ্বস্ত করেছেন মোদী | প্রধানমন্ত্রী বলেন, ‘যাঁরা শরণার্থী, মতুয়া, নমঃশূদ্র সম্প্রদায়ের মানুষ, যাঁরা পড়শি দেশে ধর্মীয় হিংসার শিকার হয়ে এ দেশে আশ্রয় নিয়েছেন তাঁদের ভয় পাওয়ার কোনও কারণ নেই৷ তাঁদের সংবিধান ভারতে থাকার অধিকার দিয়েছে | মোদী সিএএ-র মাধ্যমে শরণার্থীদের সুরক্ষা দিয়েছে| এখানে যে বিজেপি সরকার তৈরি হবে, তারা মতুয়া, নমঃশূদ্রদের আরও উন্নতি করবে |’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *