প্রসেনজিৎ ধর :- বহরমপুরে অভিষেকের রোড শো’তে তখন মানুষের ঢল। প্রিয় নেতাকে সামনে থেকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত দলের কর্মী-সমর্থকেরাও। গাড়ির মাথায় উঠে তখন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপির তুলোধনা করে চলেছেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড। আচমকা সামনে অসুস্থ হয়ে পড়লেন এক ব্যক্তি। তা থেকে তড়িঘড়ি ওই ব্যক্তির সাহায্যর জন্য এগিয়ে গেলেন অভিষেক। নিজের গাড়ি থেকে লজেন্স নিয়ে আসার কথা বলেন তিনি। সঙ্গে সঙ্গে অসুস্থ সমর্থককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তিনি সুস্থ রয়েছেন বলেই জানা গিয়েছে|শনিবার বহরমপুরে রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়| সেখানে প্রচুর সমর্থকরা ভিড় জমান। সভা চলাকালীন সামনে দাঁড়িয়ে থাকা এক সমর্থক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।মনে করা হচ্ছে, সুগার কমে গিয়ে তাঁর শরীর খারাপ হয়ে যায়। উপস্থিত কর্মীরা তাঁকে ধরে ফেলেন। এই পুরো ঘটনা চোখ এড়ায়নি অভিষেকের। সঙ্গে সঙ্গে তিনি অ্যাম্বুল্যান্স ডেকে তাঁকে হাসপাতালে পাঠান। তিনি বলেন, “উনি সুস্থ হয়ে যাবেন। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছে, অসুবিধার কিছু নেই।”শনিবার বহরমপুরে রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়| সেখানে প্রচুর সমর্থকরা ভিড় জমান। সভা চলাকালীন সামনে দাঁড়িয়ে থাকা এক সমর্থক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।মনে করা হচ্ছে, সুগার কমে গিয়ে তাঁর শরীর খারাপ হয়ে যায়। উপস্থিত কর্মীরা তাঁকে ধরে ফেলেন। এই পুরো ঘটনা চোখ এড়ায়নি অভিষেকের। এদিকে বহরমপুরের সভা থেকে বেলডাঙার অশান্তি নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, নাম না করে হুমায়ুন কবীরকেও আক্রমণ শানালেন তিনি। অভিষেক বলেন, “সভায় আসার আগে বেলডাঙায় অশান্তির খবর পাই। দলের তরফে অনেকেই সভা না করার কথা বলা হয়েছিল। খোঁজ নিয়ে দেখলাম এই যে ঘটনাটি ঘটছে এর ইন্ধন দিচ্ছে বিজেপিরবাবুরা। এই মাটিতে আরেকজন গদ্দার তৈরি হচ্ছে সে।”
Hindustan TV Bangla Bengali News Portal