দেবরীনা মণ্ডল সাহা:-শনিবার মালদহে দেশের প্রথম স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| মালদহ টাউন স্টেশন থেকেই ট্রেনটির আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। এরপরই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “মালদহ থেকে এই ট্রেন যাত্রা শুরু করায় এলাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে। এর ফলে সাধারণ মানুষের যাতায়াত যেমন সহজ হবে, তেমনই বাংলার যুবসমাজের সামনে নতুন সুযোগের দরজা খুলবে।”ট্রেনের সূচনা করার পর বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, ”আজ থেকে বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হল দেশে। আপনাদের যাত্রা আরও সহজ, আনন্দদায়ক হল। আমি মালদহ স্টেশনে ট্রেনে বসে যাত্রীদের কয়েকজনের সঙ্গে কথা বললাম। তাঁরা ট্রেনে বসেই দারুণ আরাম উপভোগ করছেন বলে আমাকে জানিয়েছেন। এই ট্রেন মেড ইন ইন্ডিয়া, এতে মিশে রয়েছে প্রতি ভারতীয়ের শ্রমের ঘাম। দেশের আধুনিক রেল পরিষেবার সুবিধা পাবেন বাংলার মানুষ। আরও চারটি অমৃত ভারত ট্রেন ছাড়বে বাংলা থেকে।”প্রধানমন্ত্রী আরও জানান, এই বন্দে ভারত সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। দেশের শ্রম ও দক্ষতার ফলেই এমন ট্রেন সম্ভব হয়েছে। মা কালী ও মা কামাখ্যার ভূমিকে যুক্ত করছে এই স্লিপার বন্দে ভারত, যা দেশের মধ্যে প্রথম। আগামী দিনে বন্দে ভারত ট্রেনের পরিসর আরও বাড়ানো হবে বলেও আশ্বাস দেন তিনি। ১৮ জানুয়ারি রবিবার দুপুর ৩টে নাগাদ হুগলির সিঙ্গুরে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে উন্নয়নমূলক প্রকল্পের জন্য প্রায় ৮৩০ কোটি টাকার শিলান্যাস করার কথা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রী সিঙ্গুরে বালাগড়ে এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেমের শিলান্যাস করবেন। পাশাপাশি শিলান্যাস করবেন জলপথ পরিবহণ টার্মিনাল এবং একটি রেল ওভারব্রিজও। কলকাতায় একটি অত্যাধুনিক ইলেকট্রিক ক্যাটামারানেরও উদ্বোধন করবেন তিনি।
Hindustan TV Bangla Bengali News Portal