নিজস্ব সংবাদদাতা :- বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় শুভেন্দুর গাড়িতে হামলার ঘটনায় পাল্টা বিধানসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। ওই মামলায় হাইকোর্টে সুরক্ষা চেয়ে আবেদন করেন শুভেন্দু। বুধবার বিধানসভার বিরোধী দলনেতাকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিলেন হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। শুভেন্দুর বিরুদ্ধে ২৯ জানুয়ারি পর্যন্ত কোনও পদক্ষেপ করা যাবে না বলে বিচারপতি নির্দেশ দেন। একইসঙ্গে চন্দ্রকোনায় শুভেন্দুর কনভয়ে হামলায় ঘটনায় CAPF এবং রাজ্যের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট।ঘটনার সূত্রপাত জানুয়ারির প্রথম সপ্তাহে। পুরুলিয়ার জনসভা সেরে মেদিনীপুরের দিকে যাচ্ছিলেন শুভেন্দু। ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে ফেরার সময় চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়ায় তৃণমূলের অঞ্চল অফিসের সামনে তাঁর কনভয়ে হামলা হয় বলে অভিযোগ। শুভেন্দুর দাবি, তৃণমূলের প্রায় ২০জন দুষ্কৃতী বাঁশ-লাঠি নিয়ে তাঁর গাড়ির উপর চড়াও হন। ওই ঘটনার পর শুভেন্দু গাড়ি ঘুরিয়ে সটান হাজির হন চন্দ্রকোনা রোড ফাঁড়িতে। সেখানে ফাঁড়ি ইনচার্জের সামনেই মেঝেতে বসে পড়েন। সাফ জানান, যতক্ষণ না দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ তিনি উঠবেন না। ফাঁড়ি ইনচার্জ শুভেন্দুকে লিখিত অভিযোগ দায়ের করতে বললেও, অবস্থান থেকে উঠতে রাজি হননি বিরোধী দলনেতা। দীর্ঘক্ষণ পর ফাঁড়ি থেকে বের হন শুভেন্দু। সেই ঘটনায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। পরবর্তীতে হামলার ঘটনায় সিবিআই তদন্তের আর্জি নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন শুভেন্দু।এদিন, হাইকোর্টে শুভেন্দুর আইনজীবী সওয়াল করেন, তাঁর মক্কেলকে অযথা হেনস্থা করা হতে পারে। তাঁকে গ্রেফতারও করা হতে পারে। তারপরই হাইকোর্ট শুভেন্দুকে অন্তর্বর্তী সুরক্ষাকবচ দিল। একইসঙ্গে শুভেন্দুর কনভয়ে হামলার ঘটনায় রাজ্য ও সিএপিএফ-কে রিপোর্ট দিতেও নির্দেশ দিল হাইকোর্ট।
Hindustan TV Bangla Bengali News Portal