প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভোটের আবহে বাংলাকে রেল-উপহার দিয়েছে কেন্দ্র। মালদায় দেশের প্রথম বন্দে ভারত ট্রেনের উদ্বোধনের পাশাপাশি শিয়ালদহ ও সাঁতরাগাছি থেকে দু’টি নতুন অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নতুন ট্রেন দুটির ফলে কলকাতা ও তার আশপাশের যাত্রীদের জন্য উত্তরপ্রদেশ ও দিল্লি যাত্রা আরও সহজ হতে চলেছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি অমৃত ভারত ট্রেন চলবে শিয়ালদা থেকে বারাণসী পর্যন্ত, অন্যটি সাঁতরাগাছি (হাওড়া) থেকে দিল্লির আনন্দ বিহার পর্যন্ত। দুটি ট্রেনেরই বুকিং পিআরএস কাউন্টার ও অনলাইনে করা যাবে।২২৫৮৭ শিয়ালদহ-বেনারস অমৃত ভারত এক্সপ্রেস এবং ১৩০৬৫ হাওড়া-আনন্দ বিহার অমৃত ভারত এক্সপ্রেসের বুকিং পিআরএস ও ইন্টারনেটের মাধ্যমে করা যাবে। পূর্ব রেল বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, ২২৫৮৭ শিয়ালদহ-বেনারস অমৃত ভারত এক্সপ্রেস প্রতি শনি, সোমবার ও বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে যাবে। পরের দিন সকাল ৭টা ২০ মিনিটে বারাণসী পৌঁছবে। ট্রেনটি পূর্ব রেলওয়ের অধীনে দুর্গাপুর, আসানসোল, মধুপুর ও জাসিডিহ স্টেশন-সহ ৭টি স্টেশনে থামবে। ট্রেনটিতে জেনারেল, সেকেন্ড ক্লাস ও স্লিপার ক্লাস থাকবে। ২৩ তারিখ থেকে ট্রেনটি যাত্রা শুরু করবে। ২২৫৮৮ বেনারস -শিয়ালদহ অমৃত ভারত এক্সপ্রেস প্রতি শুক্র, রবিবার ও মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিটে বারাণসী থেকে ছাড়বে। ট্রেনটি পরের দিন সকাল ৯টা ৫৫ মিনিটে শিয়ালদহ পৌঁছবে। ২৪ তারিখ থেকে ট্রেনটি যাত্রা শুরু করবে।অন্যদিকে, ১৩০৬৫ হাওড়া-আনন্দ বিহার অমৃত ভারত এক্সপ্রেস (সাপ্তাহিক) ট্রেনটি প্রতি বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। ২২ তারিখ থেকে ট্রেনটি যাত্রা শুরু করবে। ১৩০৬৬ আনন্দ বিহার-হাওড়া অমৃত ভারত এক্সপ্রেস (সাপ্তাহিক) প্রতি শনিবার, রাত ৯টা ১৫ মিনিটে আনন্দ বিহার থেকে ছেড়ে পরের দিন ১০টা ৫০ মিনিটে হাওড়া পৌঁছবে। ট্রেনটি পূর্ব রেলের অধীনে ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর ও আসানসোল স্টেশন-সহ ২৬টি স্টেশনে থামবে। ট্রেনটি ২৪ তারিখ থেকে যাত্রা শুরু করবে।
Hindustan TV Bangla Bengali News Portal