দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- আগামী রবিবার ফের স্তব্ধ থাকবে বিদ্যাসাগর সেতু ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত পুরো সময়টাই সেতুতে বন্ধ থাকবে যান চলাচল। কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ফলে সেদিন সমস্যায় পড়তে হতে পারে। সেতু বন্ধ থাকায় নির্দিষ্ট কিছু ঘুরপথ ধরে চলবে যানবাহন। জিরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা গাড়িগুলিকে টার্ফ ভিউ ভায়া গ্রেড রোড ধরে হেস্টিংস ক্রসিং হয়ে সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড-হাওড়া ব্রিজ অথবা ডানদিক হয়ে হেস্টিংস ক্রসিং হয়ে কেপি রোড ধরবে। জওহরলাল নেহরু আইল্যান্ড থেকে কেপি রোড ধরে আসা গাড়িগুলিকে ১১ ফারলং গেট ধরে হেস্টিংস ক্রসিং হয়ে সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড-হাওড়া ব্রিজ ধরতে হবে। পূর্বগামী গাড়িগুলিকে খিদিরপুর থেকে সিজিআর রোড ধরে আসা গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিক হয়ে সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ধরতে হবে। কেপি রোড থেকে বিদ্যাসাগর সেতুমুখী গাড়িগুলিকে ওয়াই পয়েন্টের সামনে ঘোড়া পাস হয়ে রেড রোড ধরে হাওড়া ব্রিজে পৌঁছতে হবে।
Hindustan TV Bangla Bengali News Portal