প্রসেনজিৎ ধর, কলকাতা :-শহরে এসেছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। আইপ্যাক কাণ্ডের পর এই প্রথম কলকাতা সফর রাহুল নবীনের। চলতি মাসেই কয়লা দুর্নীতি নিয়ে তদন্তে ভোট কুশলী সংস্থা আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা প্রতীক জৈনের বাড়ি ও অফিসে পৌঁছেছিল ইডি আধিকারিকরা। খবর পেয়েই পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি প্রতীক জৈনের বাড়ি থেকে সবুজ রঙের ফাইল নিয়ে বেরিয়ে আসেন। আইপ্যাক কাণ্ডের পর “রিভিউ মিটিংয়ে” দু’দিনের জন্য কলকাতায় এসেছেন ইডি ডিরেক্টর। রাহুল নবীনের সুরক্ষায় বাড়তি সতর্ক স্বরাষ্ট্রমন্ত্রক|আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিসে ইডির অভিযান নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। যার জল ইতিমধ্যে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। এর মধ্যেই কলকাতায় এসে উচ্চপর্যায়ের বৈঠক সারলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডিরেক্টর রাহুল নবীন। যেখানে বালি, কয়লা পাচার, এসএসসির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ইডির সিনিয়ার আধিকারিক এবং শীর্ষ আধিকারিকদের তাঁর আলোচনা হয়েছে বলে খবর। শুধু তাই নয়, মামলাগুলির গতিপ্রকৃতি কি অবস্থায় রয়েছে তা নিয়েও বৈঠক হয়েছে বলে খবর। বৃহস্পতিবার রাতেই কলকাতায় চলে আসেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডিরেক্টর রাহুল নবীন। এরপরেই আজ শুক্রবার সকাল থেকে দফায় দফায় সিজিও কমপ্লেক্সে উচ্চ পর্যায়ের বৈঠক সারেন তিনি। বৈঠকে কলকাতায় যে সমস্ত ‘হেভিওয়েট’ মামলা তদন্তকারীদের হাতে আছে সে বিষয়ে বিস্তারিত খোঁজ রাহুল নবীন আধিকারিকদের নেন বলে খবর। বিশেষ করে বৈঠকে বালি পাচার, কয়লা পাচার, এসএসসি মামলা বর্তমানে কোন পরিস্থিতিতে আছে তা নিয়েও কলকাতার শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা হয় বলে সূত্রের খবর। শুধু তাই নয়, কলকাতার ইডি আধিকারিকদের হাতে গুরুত্বপূর্ণ সাহারার একটি মামলা রয়েছে। সেই মামলার তদন্ত কতদূর তা নিয়ে আলোচনা হয়েছে বলে খবর|
Hindustan TV Bangla Bengali News Portal