Breaking News

‘বাংলায় তড়িঘড়ি এসআইআর গরিব-প্রান্তিক মানুষের ভোটাধিকার খর্বের সম্ভাবনা’,এসআইআর-এ ‘সময়ের অভাব’ দেখছেন নোবেলজয়ী অমর্ত্য সেন !

নিজস্ব সংবাদদাতা :-পশ্চিমবঙ্গে বিশেষ ভোটার তালিকা সংশোধনী (SIR) নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তাঁর সতর্কবার্তা, এই প্রক্রিয়া ‘অযথা তাড়াহুড়ো’ করে চালানো হচ্ছে, যা আসন্ন বিধানসভা নির্বাচনের আগে গণতান্ত্রিক ভোটাধিকারকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। বোস্টন থেকে সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে ৯২ বছরের অমর্ত্য সেন বলেন, ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া অত্যন্ত সতর্কতা ও পর্যাপ্ত সময় নিয়ে হওয়া উচিত। কিন্তু বাংলার ক্ষেত্রে সেই শর্ত পূরণ হচ্ছে না।শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হাতে পর্যাপ্ত সময় নিয়ে ভোটার তালিকার সংশোধন গণতান্ত্রিকভাবে খুব ভাল সিদ্ধান্ত। কিন্তু বাংলায় তা চলছে না। সেখানে এসআইআর প্রক্রিয়া নিয়ে বড্ড তাড়াহুড়ো করা হচ্ছে। সামনেই বিধানসভা নির্বাচন, কিন্তু তার আগে নিজেদের ভোটাধিকার প্রমাণের জন্য সংশ্লিষ্ট ভোটাররা যথাযথ সময় পাচ্ছেন না। যা গণতান্ত্রিক অধিকারকে লঙ্ঘন করতে পারে।’অমর্ত্যের কথায়, যথেষ্ট সময় নিয়ে, সতর্কভাবে ভোটার তালিকার পূর্ণাঙ্গ পর্যালোচনা হলে তা গণতন্ত্রের পক্ষে ইতিবাচক হতে পারে। কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যা হচ্ছে, তা মোটেই সেরকম নয়। তিনি আরও বলেন, এসআইআর এমনভাবে তাড়াহুড়ো করে করা হচ্ছে যে ভোটাধিকার থাকা বহু মানুষ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিজেদের অধিকার প্রমাণের জন্য প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার সুযোগই পাচ্ছেন না। এটা ভোটারদের প্রতি যেমন অন্যায়, তেমনই ভারতীয় গণতন্ত্রের প্রতিও অবিচার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *