Breaking News

মহারাষ্ট্রে বিজেপি প্রার্থী, বাংলায় এসআইআর-এর ফর্ম জমা, শোরগোল বীরভূমে!সরব তৃণমূল কংগ্রেস

প্রসেনজিৎ ধর :- মহারাষ্ট্রে জেলা পরিষদ নির্বাচনের বিজেপি প্রার্থী। তাঁর নাম রয়েছে বীরভূমের দুবরাজপুরের ভোটার তালিকায়। SIR-এর শুনানিতে ডাক পেলেন দুবরাজপুরের বাসিন্দা উজ্জ্বলা আপ্পা বুরুঙ্গলে। তিনি যে মহারাষ্ট্রের নির্বাচনে লড়েছেন, সেই বিষয়টি স্বীকার করে নিয়েছেন তাঁর স্বামী আপ্পা শঙ্কর বুরুঙ্গলে। এই রাজ্যের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও তিনি কী করে মহারাষ্ট্রের প্রার্থী হলেন? বিষয়টি নিয়ে সরব হয়েছেন তৃণমূল নেতৃত্ব।দুবরাজপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে ভোটার তালিকায় নাম রয়েছে মহারাষ্ট্রের বিজেপি জেলা পরিষদ প্রার্থী উজ্জ্বলা বুরুনগালের। তিনি মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা। তাঁর নাম মহারাষ্ট্রের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গিয়েছে। এবং ২০২৬ সালে মহারাষ্ট্রে বিজেপির টিকিটে জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। ৫ ফেব্রুয়ারি নির্বাচন।আবার তাঁর নাম পশ্চিমবঙ্গের ২০২৫ সালের ভোটার তালিকাতেও রয়েছে। তিনি বর্তমানে SIR প্রক্রিয়ার সময় ফর্ম জমা দেন। এখন শুনানির নোটিস পেয়েছেন। শুনানির জন্য এসেওছিলেন। তারপরই বিষয়টি সামনে এসেছে।তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের বক্তব্য, “আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে আসছেন, বাংলায় ভিনরাজ্যের ভোটারদের নাম ঢোকানোর ষড়যন্ত্র করা হচ্ছে। ওই মহিলা নাসিকের বাসিন্দা। সেখানে জেলা পরিষদের প্রার্থী হয়েছেন। স্বাভাবিকভাবেই ভোটার তালিকায় নাম থাকবে। ফলে এটা বিজেপির চক্রান্ত। আমাদের নেত্রী যে কথা বলছেন, সেটা এখন সত্যি প্রমাণিত হচ্ছে।”ওই ওয়ার্ডের BLO লক্ষণ রেওয়ানি বলেন, ‘উনি এনিউমারেশন ফর্ম জমা দিয়েছেন। তবে উনি কোথায় কী প্রার্থী হয়েছেন, সেটা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। ব্লক প্রশাসন থেকে ওঁদের নামে একটা তদন্ত করার জন্যে বলা হয়। আমি বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট জমা দিয়েছি। ঊর্দ্ধতন কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবেন।’ তৃণমূলের দুবরাজপুর শহরের সভাপতি স্বরূপ আচার্য বলেন, ‘উনি মহারাষ্ট্রের বিজেপি প্রার্থী। স্বাভাবিক ভাবেই, উনি ওখানকার ভোটার। তার পরেও পশ্চিমবঙ্গে SIR-এ নাম তোলার জন্য ফর্ম ফিলআপ করেছেন। জাল ভোটার ঢুকিয়ে রাজ্য দখলের কথা ভাবছে বিজেপি।’ পাল্টা দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপকুমার সাহা বলেন, ‘বিষয়টি নিয়ে উনি ভালো বলতে পারবেন যিনি মহারাষ্ট্রে প্রার্থী হয়েছেন। বিজেপি এই ধরনের ঘটনাকে সমর্থন করি না। স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার জন্যেই কমিশনকে আমরা আবেদন জানাবো।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *