বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :- নির্বাচনের আগে ফের রাজ্যে উদ্ধার বোমা | এ যেন বোমার পাহাড়! পড়ে আছে শয়ে শয়ে বোমা | আনুমানিক সংখ্যা বোঝা মুশকিল | দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ের ভগবানপুর অঞ্চলের তাড়াহাদিয়া গ্রামের বাঁশবাগান থেকে বিপুল পরিমাণে বোমা উদ্ধার করল পুলিশ |
গোপন সূত্রে খবর পেয়ে তাড়াহাদিয়া গ্রামে বোমা উদ্ধার করতে অভিযানে নামে কাশীপুর থানার পুলিশ | জানা গেছে,তাড়াহাদিয়া গ্রামে এক পুকুরের পাশে একটি বাঁশ বাগান থেকে উদ্ধার হয় রাশি রাশি বোমা | বিপুল পরিমাণ এই বোমা উদ্ধারের ঘটনায় বোম স্কোয়াড কে খবর দেওয়া হলে তাঁরা এসে বোমাগুলো নিস্ক্রিয় করে | ঘটনার তদন্তে নেমেছে পুলিশ| যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি| নির্বাচনের আগে বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, এলাকার মানুষ ভীত, সন্ত্রস্ত্র |