Breaking News

নির্বাচনের আগে উত্তপ্ত রাজ্য-রাজনীতি,মালদহের মোথাবাড়িতে বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলির অভিযোগ,উত্তেজনা গোটা এলাকায়

অভিষেক সাহা, মালদহ :- রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বাড়ছে রাজনৈতিক হিংসা | এইবার বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চলার ঘটনার অভিযোগে উত্তেজনা ছড়াল মালদহের মোথাবাড়ি এলাকায় | জানা গেছে ওই বিজেপি কর্মীর নাম উদয় মণ্ডল | ঘটনার সময় নিজের জমির দিকে যাচ্ছিলেন উদয় মণ্ডল | সেইসময়ই তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি ছোঁড়ে বলে অভিযোগ | এমনকি তাঁর পায়ে গুলি লাগে বলে অভিযোগ | গুলিবিদ্ধ উদয় মন্ডলকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় | ঘটনাস্থলে যায় মোথাবাড়ি থানার পুলিশ | এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে | এই হামলার ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি | যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস | প্রসঙ্গত, সোমবারই মালদহ জেলা পরিষদের তৃণমূলের ১৪ জন সদস্য যোগ দেন বিজেপিতে | এর ফলে মালদহ জেলা পরিষদ বিজেপির দখলে গেছে | আর তার পরের দিনই এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *