Breaking News

মুখমন্ত্রীর নন্দীগ্রাম সফরের মধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূলে ভাঙন,দলত্যাগ পাঁশকুড়া ব্লকের একজন অঞ্চল প্রধান সহ চার জনের

সঞ্জয় কাঁপরি,পূর্ব মেদিনীপুর:- মনোনয়ন পেশ করে যখন জেলার ভোট প্রচারে ব্যস্ত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় তখনই পূর্ব মেদিনীপুরে তৃণমূলের অন্দরে ভাঙন | পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের একজন অঞ্চল প্রধান, ব্লক কর্মাধ্যক্ষ, কাউন্সিলর ও ব্লক যুব সভাপতি, ও জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আজই তৃণমূল কংগ্রেস দল ছাড়লেন | এনারা হলেন পাঁশকুড়া ব্লকের পূর্ত ও পরিবহন কর্মদক্ষ তরুণ কৃষ্ণ ভট্টাচার্য,সামন্ত প্রতাপপুর দু’নম্বর অঞ্চল প্রধান শংকর প্রসাদ,১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ও পাঁশকুড়া টাউন যুব সভাপতি সুকুমার ভূঁইয়া,তৃণমূল কংগ্রেস জেলা সাধারণ সম্পাদক শ্যামল পেরিয়াল | ১৯৮৪ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে রাজনীতিতে এসেছিলেন তরুণ কৃষ্ণ ভট্টাচার্য | কখনো দিদি ছাড়া অন্য কাউকে রাজনৈতিক জীবনে ভাবতে পারেন না বলে জানান | কিন্তু দিনের পর দিন দলের উপর ক্ষোভ বেড়েই চলছিল দলের উপর,তাই আজ আমরা দল ছাড়লাম বলে জানান তিনি | মূলত পশ্চিম পাঁশকুড়ার বিধানসভার ভোটের প্রার্থী মনোনীত না হওয়ার কারণে তাঁর দলত্যাগ বলে জানা যায় | এক দিকে যখন জেলা সফরে মুখ্যমন্ত্রী সেদিনই বিধানসভা ভোটের প্রাক্কালে দল ছাড়লেন জেলার তৃণমূল কংগ্রেস পদাধিকারীরা | এই ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে জেলা তৃণমূল |যদিও পাঁশকুড়া টাউনের সভানেত্রী সুমনা মহাপাত্র জানান যে আমরা এখনো জানিনা, তবে বলে রাখি যারা দল ছাড়ছে যত আবর্জনা বেরিয়ে যায় ততই মঙ্গল দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো | অন্যদিকে বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি প্রতীক পাখিরা জানান যে তৃণমূলের আর কেউ থাকতে চায় না | পিসি ভাইপো দলে কেউ থাকতে পারে না। আমাদের দলে ওনাদের স্বাগত | ওরা যদি আমাদের বৃহৎ পরিবারে আসতে চায় আমরা সম্মানের সাথে কাজ করার সুযোগ পাবে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *