সঞ্জয় কাঁপরি, পূর্ব মেদিনীপুর :- হলদিয়া মহকুমা শাসকের দফতরে গিয়ে নন্দীগ্রাম আসনের জন্য আজ মনোনয়ন পত্র দাখিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায় | ‘আজ আমি মনোনয়ন জমা দিলাম | আমার প্রস্তাবক চারজন| প্রস্তাবকের তালিকায় শহিদ পরিবারের মেয়ে | শেখ সুফিয়ান আমার নির্বাচনী এজেন্ট | নিজের নাম ভুললেও নন্দীগ্রাম ভুলব না | আশা করব নন্দীগ্রামের মানুষ খুশি,’ নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার পর বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |
ব্যাটেল গ্রাউন্ড নন্দীগ্রামে এবার তাঁর প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী। ভোট আগামী ১ এপ্রিল | নীলবাড়ির লড়াইয়ে নন্দীগ্রামে এবার গুরু-শিষ্যের লড়াই | তৃণমূলের তরফে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে প্রার্থী হয়েছেন | আর তাঁকে টক্কর দিতে বিজেপি সেখানে নামিয়েছে তাঁরই এক সময়কার শিষ্য শুভেন্দু অধিকারীকে | মমতার কাঁধে কাঁধ মিলিয়ে এক সময় নন্দীগ্রামের জমি আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে ছিলেন তিনি | কিন্তু দলনেত্রীর সঙ্গ ছেড়ে অমিত শাহের হাত ধরে পদ্মশিবিরে নাম লিখিয়েছেন | বুধবার সকালে নন্দীগ্রামের রেয়াপাড়া শিবমন্দিরে পুজো দিলেন মমতা | নিজের হাতে প্রসাদ বিতরণ করে মনোনয়ন জমা দিলেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় | জানা গিয়েছে, এদিন নন্দীগ্রাম থেকে কপ্টারে চেপে হলদিয়ায় এসে পৌঁছন তিনি | এরপর হলদিয়া মঞ্জুশ্রী মোড় থেকে ১ কিলোমিটার পদযাত্রা করে হলদিয়া মহকুমা শাসকের দফতরে পৌঁছন | কোভিড বিধি লাগু থাকায় তাঁর সঙ্গে একমাত্র ছিলেন সুব্রত বক্সী|
বাইরে তখন কর্মী-সমর্থকদের স্লোগান, খেলা হবে | মহকুমা শাসকের দফতরে ঢুকে মনোনয়ন পত্রের প্রতিটি পাতা উল্টে সাক্ষর করেন তৃণমূল নেত্রী,তাঁকে ওই কাজে সাহায্য করেন সুব্রত বক্সী |