প্রসেনজিৎ ধর :- বঙ্গ সফরে গেরুয়া শিবিরের হয়ে ভোট প্রচারে আগামীকাল রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | বঙ্গ বিজেপি সূত্রে খবর, আগামীকাল বিকেলে খড়গপুরে রোড শো করবেন অমিত শাহ |
খড়গপুর সদরের তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে প্রচারসূচি রয়েছে তাঁর | ২০১৬ সালের নির্বাচনে এই কেন্দ্র থেকে জিতে বিধায়ক হয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ | তিনি হারিয়েছিলেন ৫ বারের কংগ্রেস বিধায়ক জ্ঞানসিং সোহন পালকে | উনিশে আবার লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে সাংসদ হয়েছিলেন দিলীপ ঘোষ | যদিও পরবর্তীকালে উপনির্বাচনে খড়গপুর আসনটি হাতছাড়া হয় বিজেপির | তৃণমূল ফের তা দখল করে | একুশের নির্বাচনে এই কেন্দ্রের প্রার্থী হিসেবে টলিউডের জনপ্রিয় নায়ক হিরণ চট্টোপাধ্যায়ক| হিরণকে জেতাতে ঝাঁপিয়ে পড়ছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা| এরপর ১৫ তারিখও একাধিক কর্মসূচি রয়েছে অমিত শাহর | ওইদিন পুরুলিয়া এবং বাঁকুড়ার রানিবাঁধে দুটি জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী |