পার্থ মুখার্জি, পশ্চিম মেদিনীপুর :- শুক্রবার পশ্চিম মেদিনীপুরের ডেবরার গোলক গ্রামে সন্ধেবেলায় কালীপুজোয় উপস্থিত হয়ে পুজো দিলেন ডেবরার বিজেপি প্রার্থী ভারতী ঘোষ | এদিন সংবাদিকদের মুখোমুখি হয়ে ডেবরার বিজেপি প্রার্থী তথা প্রাক্তন পুলিশ কর্তা বলেন,আজকে মা কালির কাছে প্রার্থনা করলাম যাতে এখানকার সমস্ত গ্রামবাসী ভালো থাকেন, হাসিমুখে থাকেন, তাদের মনে যেন শান্তি থাকে |
কর্মকর্তাদের পুজোর এই উদ্যোগকেও সাধুবাদ জানান ভারতী ঘোষ | তিনি আরও বলেন মায়ের কাছে যখন সবাই আসে আজ যেমন এসেছি আমরা ১টা বৃহৎ পরিবারে পরিণত হয়েছি| এটা মায়ের আশীর্বাদ বলেও জানান তিনি | প্রসঙ্গত,ইতিমধ্যে বৃহস্পতিবারই মনোনয়নপত্র জমা দিয়েছেন পশ্চিম মেদিনীপুরের ডেবরার বিজেপি প্রার্থী তথা প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ |