Breaking News

ভোটের আগে ইস্তফা জলপাইগুড়ি পুলিশের ডিএসপির, শীর্ষ আধিকারিকের সঙ্গে মতবিরোধ না রাজনৈতিক চাপ, কারণ নিয়ে জল্পনা

নিজস্ব সংবাদদাতা :- নির্বাচনের আগে হঠাৎই ইস্তফা জলপাইগুড়ি পুলিশের ডিএসপি সমীর পালের | রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন-সহ একাধিক দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি | তাঁর আচমকা ইস্তফায় পুলিশমহলে চাঞ্চল্য ছড়িয়েছে | যদি পুলিশ মহলের শীর্ষস্তর থেকে এব্যাপারে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি | রাজ্যের বিভিন্ন থানায় কাজ করেছেন সমীর পাল | ডিএসপি পদমর্যাদা পয়েছিলেন তিনি | ৩৪ বছর রাজ্য পুলিশে কাটিয়ে হঠাৎই নিজের পদে ইস্তফা দিয়েছেন সমীর পাল | সূত্রের খবর অনুযায়ী, তিনি নাকি ঘনিষ্ঠমহলে জানিয়েছেন, শারীরিক ও মানসিক চাপ তিনি আর নিতে পারছিলেন না | তবে এ ব্যাপারে পুলিশের শীর্ষ মহল তেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি | তবে রাজ্য পুলিশ সূত্রে খবর ডিএসপি সমীর পালের ইস্তফা পত্র গৃহীত হয়নি | তাঁকে পুলিশ সুপারের অফিসে ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে | সমীর পালকে ডেকে আপসে আপাতত মীমাংসা করতে চায় পুলিশের শীর্ষমহল | কেননা ভোটের মুখে তাঁর মতো অভিজ্ঞ অফিসারকে ছাড়তে রাজি নয় শীর্ষমহল | সূত্রের খবর, ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে পুলিশ সুপারের সঙ্গে মতপার্থক্য রয়েছে সমীরবাবুর | তবে বিষয়টি নিয়ে আপাতত কেউই মুখ খুলছেন না| সমীর পালের ইস্তফায় কি কোনও রাজনৈতিক চাপ রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *