সৌমিত্র গাঙ্গুলি, আসানসোল :- কয়লা পাচারকাণ্ডে প্রথম গ্রেফতার লালা-ঘনিষ্ঠ কয়লা ব্যবসায়ী রণধীর সিংহ-কে অন্ডালের কাজোড়া এলাকা থেকে গ্রেফতার করল সিআইডি| শুক্রবার রাতেই তাঁকে গ্রেফতার করা হয় | সূত্রের খবর, কয়লা পাচারকাণ্ডের মূল চক্রী অনুপ মাজি ওরফে লালার ঘনিষ্ঠ রণধীর | সূত্রের খবর, সিআইডি তদন্তভার নেওয়ার পর পশ্চিম বর্ধমানের বিভিন্ন কয়লা খনি এলাকার শ্রমিকদের সঙ্গে কথা বলতে শুরু করে | সেখান থেকেই উঠে আসে রণধীরের নাম |
কিন্তু এতদিন গা ঢাকা দিয়ে ছিলেন এই ব্যবসায়ী| শুক্রবার অন্ডালের কাজোরার বাড়িতে ফেরার পরই তাঁকে গ্রেফতার করা হয় | বাম আমল থেকেই অন্ডাল, পাণ্ডবেশ্বরে কয়লা পাচারে জড়িত রণধীর বলে অভিযোগ | কুখ্যাত কয়লা মাফিয়া রাজু ঝাঁ’র সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তাঁর | বাংলায় পালাবদলের পর অনুপ মাজির ঘনিষ্ঠ হয়ে পড়েন রণধীর | মূলত, রণধীরের কাছ থেকে তদন্তকারীরা নিজেদের হেফাজতে নিয়ে জানার চেষ্টা করবেন-কে বা কারা কয়লা তোলার সঙ্গে যুক্ত | মেশিন এনে খনির কয়লা তুলে কোথায় পাঠানো হত? কাদের কাছেই বা কয়লা হাতবদল হয়ে যেত? সিআইডি সূত্রে খবর, রণধীর সিং খনির কয়লা তোলা থেকে হাতবদল, পাচার পর্যন্ত সমস্ত খবরাখবর রাখতেন | এদিকে কয়লাকাণ্ডে এই গ্রেফতারি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা | এই ঘটনার তদন্ত চালাচ্ছে সিবিআই এবং তা সিআইডি তদন্ত নেওয়ার অনেক আগে থেকেই | কিন্তু প্রথম সাফল্যটা এল সিআইডির হাত ধরেই |