Breaking News

‘‌মানুষের পাশে আমাকে দাঁড়াতেই হবে’‌, সোমবার থেকে হুইলচেয়ারেই প্রচার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের

দেবরীনা মণ্ডল সাহা :- পায়ে চোট, আর সেই আঘাত নিয়েই ভোটযুদ্ধে নেমে পড়ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় | সঙ্গী হুইল চেয়ার | চিকিৎসকরা তাঁকে ক’দিন বিশ্রামে থাকার জন্য পরামর্শও দিয়েছেন | কিন্তু নির্বাচনের উত্তপ্ত আবহে বসে থাকতে নারাজ মমতা | বৃহস্পতিবারই জানিয়ে দেন, ‘দু’‌তিন দিনের মধ্যেই ফিরে যেতে পারব নিজের ফিল্ডে | পায়ের সমস্যা থাকবে | হয়তো কিছুদিন হুইল চেয়ারে ঘুরতে হবে |’ আর এই হুইল চেয়ারে চেপেই সোমবার থেকে মমতা প্রচার কর্মসূচিতে নেমে পড়বেন বলে খবর |

অদম্য জেদ, হার না মানার মানসিকতা নিয়ে তাঁর সফর শুরু হবে ঝাড়গ্রাম জেলা থেকে বলে জানা গিয়েছে |আগামীকাল ১৪ মার্চ নন্দীগ্রাম দিবস | এই দিনটিকেই তিনি বেছে নিয়েছেন বাড়ি থেকে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশের জন্য | আগামী কর্মসূচি অনুযায়ী সোমবার তাঁর সভা করার কথা ঝাড়গ্রামের লালগড় ও গোপীবল্লভপুরে | পরদিন অর্থাৎ মঙ্গলবার তিনি পশ্চিম মেদিনীপুরের গড়বেতা, কেশিয়াড়ি ও খড়্গপুর গ্রামীণ বিধানসভা কেন্দ্রে তিনটি সভা করবেন বলে স্থির আছে | সংশ্লিষ্ট জেলাগুলির তৃণমূল নেতৃত্বকেও সে কথা জানিয়ে দেওয়া হয়েছে | এখন হুইলচেয়ারে বসে বক্তৃতা করা ছাড়া ছাড়া উপায় নেই | মমতা এ দিন বলেন, ‘‘নিজের সুবিধা-অসুবিধার কথা ভাবার সময় এখন নয় | আমি বিশ্বাস করি, যাদের সামনে যাব, সেই জনতার সহযোগিতা পাব | এটাই সবচেয়ে বড় পাওয়া |’’ হুইলচেয়ারে করে গিয়ে হেলিকপ্টারে উঠবেন | আবার হেলিকপ্টার থেকে নেমে হুইলচেয়ারে করে যাবেন | বন্দোবস্ত করা হয়েছে দু’টি হুইল চেয়ারের | একটি তাঁর গাড়ির ‘সিট’ খুলে সেখানে বসানো হবে | ওই হুইলচেয়ারেই তিনি ঢালু পথ বেয়ে উঠবেন হেলিকপ্টার বা বিমানে | মঞ্চে ওঠার জন্য একইভাবে থাকবে ঢালু পথ | হুইলচেয়ারে বসে বক্তৃতা দেবেন মমতা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *