সঞ্জয় কাঁপরি, পূর্ব মেদিনীপুর :-একুশের ভোটের আগে দলে থেকেও অন্য দলের হয়ে কাজ অর্থাৎ ‘অন্তর্ঘাত’-এর অভিযোগে জেলার ১০ তৃণমূল নেতাকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস | শনিবার সাংবাদিক বৈঠক করে এই খবর জানিয়েছেন জেলা তৃণমূল সভাপতি সৌমেন মহাপাত্র | তিনি জানিয়েছেন, এই নেতারা দলে থেকেও অন্য দলের হয়ে কাজ করছিলেন, অন্যদেরও প্রভাবিত করছিলেন | তার শাস্তিস্বরূপ তাঁদের বহিষ্কার করা হয়েছে | প্রসঙ্গত, বহিষ্কৃত নেতাদের বেশিরভাগই শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলে পরিচিত |
এঁদের মধ্যে যেমন রয়েছেন ব্লক সভাপতি, তেমনি রয়েছেন সম্পাদক, সংশ্লিষ্ট অঞ্চলের প্রধান, জেলা পরিষদের সদস্য | এনারা হলেন,পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা, স্থানীয় নেতা সুনীল দেবাধিকারী, অঞ্চল প্রধান শীলাদিত্য আদক, উপ-প্রধান নিকুঞ্জ বিহারী মান্না, বিভাস কর, মিনতি পট্টনায়েক, দেবনাথ দাস, তনুশ্রী জানা, রাখী আদক ও নীলিমা দেবাধিকারী, এদেরকে ৩ বছরের জন্য সাসপেন্ড করা হল বলে জানিয়েছে তৃণমূল | কিন্তু ঠিক ভোটের দু’ সপ্তাহ আগে এই নেতাদের বহিষ্কারে দলে কোনও প্রভাব পড়বে না তো?এই প্রশ্নের উত্তরে জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব জানান, এঁরা অনেক আগে থেকেই নিষ্ক্রিয় ছিলেন | দলের কোনও কর্মসূচিতেই এঁদের সক্রিয়তা লক্ষ্য করা যায়নি | এর ফলে দল ক্ষতিগ্রস্ত হচ্ছিল | তাই ১০ নেতার বিরুদ্ধে রাজ্য নেতৃত্বের কাছে রিপোর্ট পাঠানো হয়েছিল | তারপরেই বহিষ্কারের সিদ্ধান্ত বলে খবর | এদিকে নিজেদের বহিষ্কার নিয়ে এখনও মুখ খোলেননি ওই নেতারা | একুশের ভোটে রাজনৈতিক মহলের আলাদা নজরে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা | এখানকার নন্দীগ্রাম বিধানসভায় লড়ছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী | ভোটের মুখে সেই জেলারই ১০ তৃণমূল নেতাকে বহিষ্কার করল দল |