প্রসেনজিৎ ধর, হুগলি:- এইবারের বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া নির্দল প্রার্থী হয়ে দাঁড়াবেন, তা গতকালই ঘোষণা করেছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা হুগলি জেলার বিজেপির প্রাক্তণ সভাপতি কৃষ্ণা ভট্টাচার্য | সেই মতো সোমবার সকাল সকাল দেওয়াল লিখনও শুরু করে দিয়েছেন প্রার্থী | এমনকি কৃষ্ণা ভট্টাচার্যকে দেখা গেল উত্তরপাড়ায় নিজের দেওয়াল লিখনের কাজে হাত লাগাতে |
প্রসঙ্গত, রবিবার বিজেপির তৃতীয় ও চতুর্থ দফায় প্রার্থী তালিকা ঘোষিত হতেই নানা জায়গার পাশাপাশি উত্তরপাড়াতেও ক্ষোভ উগরে দিয়েছিলেন ৩০ বছর ধরে হুগলি জেলায় বিজেপির সক্রিয় সদস্য কৃষ্ণা ভট্টাচার্য ও তাঁর অনুগামীরা | এইবারে উত্তরপাড়ায় বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষিত হয়েছে সদ্য তৃণমূল থেকে আসা প্রবীর ঘোষালের নাম| গতকালই তিনি বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন প্রবীর ঘোষাল টিকিট পেলো কি করে? যে দলে প্রবীর ঘোষালের মতো লোক থেকে সেই দলে থাকবো না | সেই সাথে তিনি এটাও ঘোষণা করেছিলেন বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া থেকে নির্দল হয়ে দাঁড়ানোর কথা | সেই মতোই নিজের প্রচার শুরু করতে সোমবার থেকেই শুরু হয়ে গেল তাঁর সমর্থনে দেওয়াল লিখনের কাজও |