নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- সারদা মামলায় চিত্রশিল্পী শুভাপ্রসন্নকে ফের নোটিস দিয়ে আজ হাজিরার নির্দেশ দিয়েছিল এনফোর্সমেন্ট ডিইরেক্টরেট | সেই মতো সোমবার সকালেই ইডির দফতরে পৌঁছে যান শুভাপ্রসন্ন |ইডি সূত্রে খবর, সারদা কর্তা সুদীপ্ত সেনের একটি টেলিভিশন চ্যানেল কেনা নিয়ে বেশ কিছু প্রশ্ন রয়েছে তদন্তকারীদের | সে জবাব শুভাপ্রসন্নর কাছ থেকে পেতে চান তাঁরা| ইডি সূত্রে খবর, তৎকালীন দেব কৃপা ব্যাপার লিমিটেডের অধীনে থাকা একটি টেলিভিশন চ্যানেল কিনেছিলেন সারদা কর্তা সুদীপ্ত সেন | তিনি সেই চ্যানেল তৃণমূল ঘনিষ্ঠ শিল্পী শুভাপ্রসন্নর কাছ থেকে কিনেছিলেন এবং বাজার দরের তুলনায় দ্বিগুণ দামে বলে খবর | সূত্রের খবর, সেই সংক্রান্ত বিষয়ে জানতেই তদন্তকারীরা চলতি সপ্তাহেই সমন পাঠান শুভাপ্রসন্নকে | ওই একই মামলায় নোটিস দেওয়া হয়েছে তৃণমূল নেতা সমীর চক্রবর্তীকে | গত ১২ মার্চ তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে | এর আগে এই একই ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হয় ফুটবল কর্তা দেবব্রত সরকারকেও |