প্রসেনজিৎ ধর:- কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার সম্পত্তি বাজেয়াপ্ত করতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই?এই মাসের চলতি সপ্তাহের প্রথম দিক থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছিল ইডির তল্লাশি। এরমধ্যে একাধিক জায়গায় তল্লাশির পরেও লালার খোঁজ মেলেনি, তাই এবার লালার বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিতে চলেছে সিবিআই। প্রসঙ্গত আসানসোল, জামুরিয়া,দুর্গাপুর সহ একাধিক জায়গায় পোস্টারিং শুরু করা হয়েছে। বেশ কয়েকদিন ধরেই গোপন সূত্রে খবর পাওয়ার পর সমবার সকালে কোন্নগর শাস্ত্রীনগর এলাকার অমিত সিং ও নিরজ সিং এর বাড়িতে হানা দেয় সিবিআইয়ের একটি দল। সূত্রের খবর অনুযায়ী কয়লা পাচার কাণ্ডে অমিত সিং ও নিরজ সিং এর সাথে লালার যোগসূত্র ছিল। কিন্তু তেমন কোন সঠিক তথ্য না থাকার কারণে ইডির পক্ষে অমিত সিং এবং নিরজ সিং-এর বাড়ি হানা দেওয়া সম্ভব হয়নি।যদিও পরে ইডি হানা দেয়।সামনেই ২০২১ এর বিধানসভা নির্বাচন,তারমাঝেই চলছে একাধিক প্রস্তুতি। আর তার মাঝেই চলছে লালাকে খোঁজার প্রস্তুতি। গত সোমবার গড়িয়া, রানিগঞ্জ, আসানসোলের ইসিএল কর্মী এবং বিভিন্ন ব্যবসায়ীর বাড়িতে হানা দেওয়ার পাশাপাশি লালা-ঘনিষ্ঠ ব্যবসায়ী গণেশ বাগাড়িয়ার বাঙুর,লেকটাউনের ৩টি বাড়িতে তল্লাশি চালানো হয়|

এছাড়াও কয়লা পাচার কাণ্ডে পশ্চিমবঙ্গের সঙ্গে দুবাই যোগের বিষয়টিও স্পষ্ট হয়েছে। কয়লা পাচার কাণ্ডে লালাকে তিন বার নোটিস দেওয়া সত্ত্বেও লালা ধরা দেয়নি, তাই এবার বাধ্য হয়েই আরো কড়া ব্যবস্থা নিতে চলেছে সিবিআই।সূত্রের খবর আইন অনুযায়ী সম্পত্তি বাজেয়াপ্ত করা যায় কি না সেই নিয়ে সিবিআই তাদের আইনজীবী দের সাথে কথাবার্তা চালিয়েছে|
Hindustan TV Bangla Bengali News Portal