প্রসেনজিৎ ধর:- পুড়ে ছাই হয়ে গিয়েছে বহু মানুষের বাসস্থান, রাতে মাথা গোঁজার ঠাই হারিয়ে আজ তারা উদ্বাস্তু। কিন্তু রাত পেরোতেই বাগবাজারে এই গৃহহীন মানুষগুলোর পাশে এসে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, গতকাল ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে বাগবাজারের হাজারহাত বস্তি। ১৫০টি ঝুপড়ির মোট ৭০০ মানুষ ঘরহারা হয়েছেন। গতকাল সন্ধ্যেবেলায় আচমকায় এই আগুল লেগে যাওয়ার ঘটনায় অবাক হয়ে গেছে গোটা কলকাতাবাসী। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে একের পর এক সিলিন্ডার বাস্ট করে আগুন ছড়িয়ে পড়ছে। এমনকি রাতারাতি এই আগুল লাগায় ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকার অনেকাংশ। কিন্তু সকাল হতেই এদিন এলাকা পরিদর্শনে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এলাকার বেশ কিছু জায়গা দেখার পাশাপাশি বস্তিবাসীদের আস্বস্ত করেন, “সব আগের মতোই তৈরি করে দেওয়া হবে। গৃহহীনদের ঘর তৈরি করে দেবে পুরসভা। দেওয়া হবে খাদ্য বস্ত্রও”। মুখ্যমন্ত্রীর পাশাপাশি এদিন সকালে সকালে বাগবাজারের ভস্মীভূত এলাকায় পরিদর্শনে আসেন শশী পাঁজা।