প্রসেনজিৎ অধিকারী, হাওড়া :- এবারের বিধানসভা নির্বাচনে হাওড়ার হাইভোল্টেজ কেন্দ্র ডোমজুড় | এখান থেকেই এবারে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল কংগ্রেসের গত দুইবারের বিধায়ক রাজীব বন্দোপাধ্যায় | মঙ্গলবার হাওড়ায় নিজের মনোনয়ন পত্র জমা দিলেন রাজীব বন্দোপাধ্যায় | এদিন মনোনয়নপত্র জমা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব বলেন, ‘বিগত ১০ বছর যেভাবে মানুষের পাশে আমি ছিলাম আমি বরাবর বলেছি ডোমজুড় আমার পরিবার, এই পরিবারে আমি আত্মার আত্মীয়, তাঁদের পরিবারের আমি সদস্য | মানুষের আশীর্বাদ নিয়ে আমি মনোনয়ন জমা দিতে যাচ্ছি |’
এদিন সকালে ডোমজুড়ের পঞ্চানন্দ মন্দির পুজো দিয়ে দলের কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল করে হাওড়া জেলাশাসকের দফতরে পৌঁছন রাজীব বন্দোপাধ্যায় | এদিনের মিছিলে তাঁর সঙ্গে ছিলেন দলের হাওড়া জেলা সভাপতি সুরজিত সাহা, বিনয় আগরওয়াল সহ অন্যান্য নেতৃবৃন্দরা |সেখানে জেলাশাসকের দফতরে মনোনয়ন জমা দেন রাজীব বন্দোপাধ্যায় | এদিন তাঁর মিছিলে জনসমাগম ছিল চোখে পড়ার মত |
প্রসঙ্গত, দলত্যাগ করার পরে রাজীব বন্দোপাধায়কে হারাতে বদ্ধপরিকর তৃণমূল | সেখানে তৃণমূলের প্রার্থী কল্যাণেন্দু ঘোষকে জেতাতে আপ্রাণ চেষ্টা করছে তৃণমূল |