Breaking News

কয়লাকাণ্ডে এবার দিল্লি থেকে গ্রেফতার বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্র, ৬ দিন ইডি হেফাজতে বিকাশ

নিজস্ব সংবাদদাতা :- কয়লাকাণ্ডে এবার বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্রকে দিল্লি থেকে গ্রেফতার করল ইডি | যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের ভাই এই বিকাশ মিশ্র | আপাতত আদালতে পেশ করে তাঁকে ৬ দিনের হেফাজতে নিল ইডি | এর আগে কলকাতায় বেশ কয়েকবার বিকাশকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই | তাঁর জবাবে খুব একটা সন্তুষ্ট ছিলেন না তদন্তকারীরা | এরই মধ্যে এদিন দিল্লিতে এক আত্মীয়র বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয় | সিবিআই সূত্রে দাবি, আর্থিক লেনদেনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যুব তৃণমূল নেতার ভাইয়ের | দাদার ব্যবসার যাবতীয় হিসেব রাখতেন বিকাশ | তদন্তকারীদের অনুমান, বিকাশ মিশ্র ভিন্ রাজ্যে গা ঢাকা দিয়েছেন| দাদার মতো তিনি বিদেশে পালাতে পারেন এই আশঙ্কায় বিকাশ মিশ্রর নামে লুক আউট নোটিসও জারি করে সিবিআই | অবশেষে আজ দিল্লি থেকে গ্রেফতার হলেন বিকাশ মিশ্র | লালার কয়লা পাচারের টাকা মূলত বিনয় মিশ্রর হাত ধরে প্রভাবশালীদের হাতে পৌঁছত | আর সেই টাকা লেনদেন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেন বিনয়ের ভাই বিকাশ বলে খবর| ইডি বিকাশকে হেফাজতে নিয়ে এই অর্থ লেনদেন সংক্রান্ত আরও তথ্য নিজেদের মুঠোয় আনতে চাইছে | বিকাশের গ্রেফতারি কয়লাকাণ্ডে নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *