Breaking News

ডিউটিতে যাওয়ার নাম করে বেরিয়ে পুলিশকর্মীর রহস্যমৃত্যু, দেহ উদ্ধার বাগানে, চাঞ্চল্য সোনারপুরে

বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :- এক পুলিশ কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগণার সোনারপুর থানা এলাকার চম্পাহাটিতে | ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পনামাফিক খুন করা হয়েছে ওই ব্যক্তিকে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে | পুলিশ সূত্রে খবর,সোনারপুর থানার চম্পাহাটির বাসিন্দা ৫৪ বছরের বিকাশ নস্কর বিধাননগর পুলিশ কমিশনারেটে কর্মরত ছিলেন|

অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকালে কাজে যাওয়ার নাম করেই বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি | কিছুক্ষণ পর বাড়ির কাছের একটি বাগানে তাঁর দেহ দেখতে পান প্রতিবেশীরা | সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সোনারপুর থানায় | পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় | জানা গেছে,দেহের কাছ থেকে বেশ কিছুটা দুরেই পড়ে ছিল তার জুতো জোড়া | জামার পিছন দিকটাও ছেঁড়া ছিল বলে অভিযোগ | বিকাশ নস্করের দুটি মোবাইলও এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে অভিযোগ পরিবারের | মৃতের পরিবারের তরফে অভিযোগ, খুন করা হয়েছে বিকাশ নস্করকে | প্রতিবেশীরা জানান,বিকাশ খুব ভালো মানুষ ছিলেন, এলাকার নানা সামাজিক উদ্যোগও নিতেন তিনি | ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ | মৃতের কারও সঙ্গে কোনও অশান্তি চলছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতের পরিবার, পরিজন ও সহকর্মীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে পুলিশ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *