প্রসেনজিৎ ধর, কলকাতা :-পশ্চিমবঙ্গে আরও এক দফায় বিধানসভা ভোটের প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি |রাজধানীর সদর দফতরে এ দিন সাংবাদিক বৈঠক করে এ দিন ১৪৮ জন প্রার্থীদের নাম ঘোষণা করা হয় |তৃতীয় দফায় বিজেপির প্রার্থী তালিকায় আসরে নামছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় | তালিকায় নাম রয়েছে সাংসদ জগন্নাথ সরকার-সহ রাজ্য বিজেপি নেতা শমীক ভট্টাচার্য, রাহুল সিনহা, অভিনেতা রুদ্রনীল ঘোষের মতো হেভিওয়েটরা | এমনকি তাতে নাম ছিল কংগ্রেস নেতা সোমেন মিত্রের পত্নী শিখা মিত্রের | তবে প্রার্থী তালিকা প্রকাশ হতেই ফের মুখ পুড়ল বিজেপির | কারণ প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্রের নাম চৌরঙ্গি আসন থেকে ঘোষণা করা হলেও তিনি ভোটে দাঁড়াচ্ছেন না |এমনকি তালিকায় নাম শুনেই ক্ষোভে ফেটে পড়লেন সোমেন জায়া |জানিয়ে দিলেন, এ ঘোষণার কোনও বাস্তব ভিত্তিই নেই | এমনকি তাঁর সঙ্গে কোনওরকম কথা না বলেই নাম ঘোষণা করা হয়েছে, দাবি শিখার | এমনকি তিনি ভোটে লড়ছেন না বলে স্পষ্ট জানিয়েছেন | তিনি আরও বলেন, “আমি বিজেপির হয়ে দাঁড়াচ্ছি না। ভুল সংবাদ পরিবেশন হচ্ছে | এটা আদৌ বিশ্বাসযোগ্য না | নিজেই বলছি, আমি কোথাও ভোটে দাঁড়াচ্ছি না |”
এমনকি তাঁর ছেলে রোহন মিত্রও পরিষ্কার জানিয়ে দেন, ‘আমার মা কোনও জায়গা থেকেই ভোটে দাঁড়াচ্ছেন না | অন্তত বিজেপি থেকে তো নাই | কেউই আমাদের কাছ থেকে অনুমতি নেয়নি|’প্রসঙ্গত, কয়েকদিন আগেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে দেখা গিয়াছিল শিখা মিত্রের বাড়ি গিয়ে তাঁর সঙ্গে কথা বলতে | সেদিন তিনি শিখা মিত্রকে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাবও দেন বলে জানা গিয়েছে | এমনকি শিখা মিত্রকে বিজেপির তরফে চৌরঙ্গীতে প্রার্থী হওয়ারও প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানা গেছে | যদিও তার পরে সোমেন পত্নী শিখা মিত্র জানিয়ে দিয়েছিলেন তিনি বিজেপিতে যোগদান করছেন না| তারপরেই আজ প্রার্থী তালিকায় শিখা মিত্রের নাম ঘোষণা করে ফের মুখ পুড়ল গেরুয়া শিবিরের |