প্রসেনজিৎ ধর:- ভোটের আগেই নাকি এসপার ওসপার কেস!! হাড্ডাহাড্ডি লড়াই এর মাঝেই এবার আবারো বিপাকে পড়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে এবার ব্যাঙ্কশাল আদালতে মামলা করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর হুঁশিয়ারি, “প্রতিনিয়ত অশালীন মন্তব্য করে যাচ্ছে। যে মন্তব্য কারও করা উচিত নয়। আমি ধারাবাহিকভাবে মামলা করে যাব। দেখতে চাই ওর কত দম আছে।”
শুধু দিলীপ ঘোষই নয়, বনগাঁ মন্ডল বিজেপির সাধারণ সম্পাদক দেবদাস মন্ডলের বিরুদ্ধেও মানহানির মামলা করেছেন খাদ্য মন্ত্রী। প্রসঙ্গত, দুই পক্ষের এই বিবাদ জানতে একটু পেছনে তাকাতে হবে। কিছুদিন আগেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এক সভায় খাদ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছিলেন, “রাস্তায় বেরোলে তো কাপড় খুলে নেবে লোকে। এই যে চাল চুরি হচ্ছে। দেড়শো ট্রাকে করে গম যাচ্ছিল বাংলাদেশে। তার কাটমানি কার কাছে যায়? লোক জানে না? অনেক বোকা বানিয়েছেন। উনি কোথায় দাঁড়াবেন আগে ঠিক করে নিন।” আর এই ঘটনার প্রেক্ষিতেই এদিন দিলীপ ঘোষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেন খাদ্য মন্ত্রী। তিনি জানান, “যে কথাগুলি বলছেন, সেগুলি বন্ধ করতে হবে। নগর দায়রা আদালতে গিয়েছি। ২০ নম্বর ঘরে হলফনামা দিয়েছি। কোনও রাজনৈতিক দলের সভাপতি এমন মন্তব্য করতে পারেন না।’ এই ঘটনা প্রথম নয় এর আগেও একাধিক বার বেফাঁস মন্তব্যর জেরে সমস্যায় পড়তে হয়েছে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে, কিন্তু তাতেও তিনি দমে যান নি। তাই এবার ভোটের আগেই আবারো পড়লেন ঘোর বিপাকে!