তৃণ্ময় বেরা, ঝাড়গ্রাম: শীতের হাওয়া লাগল যে আমলকীর ওই ডালেডালে! আজ থেকেই শুরু হয়ে গেল জঙ্গলমহলের মহোৎসব। বলা চলে ‘মকর পরব’ বা ‘টুসু পরব’ এই এলাকার অন্যতম প্রধান উৎসব।
তবে উৎসবের পাশাপাশি গ্রামের মানুষ মেতে ওঠেন আরেক খেলায়। নদীতে স্নান করে এসে জঙ্গলমহলের গোপীবল্লভপুরের মানুষ নিজেকে মজান ‘বুলবুলি পাখির’ লড়াইয়ে। প্রায় ৪০০ বছর কি তারও আগে থেকে চলে আসছে এই বুলবুলি পাখির লড়াই প্রতিযোগিতা। যে লড়াইয়ে ব্যবহার করা হয় না কোনো অস্ত্র৷ এই প্রতিযোগিতা হয় গোপীবল্লভপুরের দুটি পাড়া ‘বাজারসাই’ ও ‘দক্ষিণসাই’ এদের মধ্যে। প্রতি বছরের মতন এ বছরেও লড়াইয়ে অংশগ্রহণ করেছিল দুটি পাড়ার প্রায় ৮০ জন মানুষ। তবে এ বছরের লড়াই জয় লাভ করেছে বাজারসাই পাড়া। ইতিমধ্যেই তাদের পুরস্কৃতও করা হয়েছে। স্থানীয়রা জানান এক বছর আগে থেকে আমরা বুলবুলি পাখি ধরে আনা হয়। এরপর পাখিগুলিকে বাড়িতে দুধ, কলা খেতে দিয়ে পোষ মানানো হয়৷ পোষ মেনে গেলে মকরের দিন এক থেকে দু ঘন্টা খিদেতে রাখতে হয়। তারপর কলা দেখালে তারা একে অপরকে কামড় বসায়। তবে এই লড়াইয়ে কোনো ধরনের কোনো অস্ত্র ব্যবহার করা হয় না। এই পাখির লড়াই দেখতে গ্রামের পাশাপাশি আরো অনেক লোকই বহু দূর দূরান্ত থেকে এমনকি পাশের রাজ্য ঝাড়খন্ড, ওড়িশ্যা থেকেও লোকজন আসেন।