নিজস্ব সংবাদদাতা :- মুখের থুথু দিয়ে তৈরী রুটি, ঠিকই শুনেছেন! হ্যাঁ এইভাবেই গোটা ভারত জুড়ে একাধিক এলাকায় তৈরী হয় এই রুটি, যা খায় মানুষ | এই ঘৃণ্য কাজ করে রাঁধুনিরা ধরা পড়ছে একের পর এক ভাইরাল হওয়া ভিডিওতে | আর এইবার দিল্লির ফুটপাতের ধারে এক দোকানে থুথু দিয়ে বানানো ভিডিওটি ভাইরাল হতেই ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশ | সেখানে দেখা যাচ্ছে, থুথু দিয়ে উনুনের গায়ে সেঁটে দিচ্ছেন, প্রতিটি রুটি বানানোতেই রয়েছে এই পন্থা | ঘটনার তদন্তে নেমে জানা গিয়েছে, দিল্লির খেয়ালা এলাকার চাঁদ নামের দোকানে চলত এই কাজ | সেই দোকানের অভিযুক্ত দুই কর্মী সাবি আনওয়ার এবং ইব্রাহিমকে আটক করা হয়েছে | জানা গেছে, তারা বিহারের বাসিন্দা | হোটেল চালানোর কোনও লাইসেন্সও ছিল না তাদের কাছে | ব্যস্ত ফুটপাতের ধারের দোকানে, বিভিন্ন এলাকার রুটি বানানোর সময় এই ঘৃণ্য কাজ অনেক সময় করেন রাঁধুনিরা | দিল্লির এই ঘটনায় এটা প্রমাণিত এইরকমের ঘৃণ্য কাজ করলে তার শাস্তি পেতেই হবে |