দেবরীনা মণ্ডল সাহা :- প্রার্থী নিয়ে দলীয় কর্মীদের অসন্তোষের জের|তালিকা ঘোষণার পর ফের চার কেন্দ্রে প্রার্থী বদল করল তৃণমূল | নদিয়া, বীরভূমের একটি করে আসন ও উত্তর ২৪ পরগনার দু’টি আসনে প্রার্থী বদল করেছে রাজ্যের শাসক দল| আমডাঙায় তৃণমূলের নতুন প্রার্থী হলেন রফিকুর রহমান, তিনি সেখানকার বর্তমান বিধায়ক | প্রথমে আমডাঙা থেকে মুস্তাক মোর্তাজার নাম ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো | দুবরাজপুরের প্রার্থী দেবব্রত সাহা | এর আগে সেখানকার প্রার্থী করা হয়েছিল অসীমা ধীবরকে | তবে তাঁকে প্রচারে বেরতে নিষেধ করেছিলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল | তখনই জল্পনা উসকে ছিল, এই কেন্দ্রে প্রার্থী বদল করা হতে পারে | স্থানীয় তৃণমূল কর্মী, সমর্থকরা অসীমা ধীবরকে প্রার্থী হিসেবে অপছন্দের কথা জানিয়েছিলেন অনুব্রতকে | এরপরই দেবব্রত সাহার নাম ঘোষণা করা হয় | অশোকনগর কেন্দ্রে প্রার্থী করা হয় গত দু’বারে বিধায়ক ধীমান রায়কে | কিন্তু এই কেন্দ্রের প্রার্থী নিয়েই স্থানীয় নেতৃত্বের অসন্তোষ ছিল |
অশোকনগর থেকে লড়বেন জেলার অভিজ্ঞ, দক্ষ নেতা নারায়ণ গোস্বামী,মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ নারায়ণবাবু | কল্যাণী থেকে ঘাসফুল শিবিরের হয়ে লড়াই করবেন অনিরুদ্ধ বিশ্বাস | এই কেন্দ্র থেকে আগে নাম ঘোষণা করা হয়েছিল রমেন্দ্রনাথ বিশ্বাসের | তিনি কল্যাণীর বর্তমান বিধায়ক | তাঁর বদলে ভোট ময়দানে নামানো হল অনিরুদ্ধকে | রাজনৈতিক মহলের মতে,ভোটের ঠিক আগে প্রার্থী নিয়ে কোনও বিক্ষোভ থাকুক চাইছে না তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, তাই তড়িঘড়ি এই বদল |