Breaking News

দীর্ঘদিন পর বিধানসভায় হেভিওয়েট প্রার্থী মহম্মদ সেলিম আজ মনোনয়ন জমা দিলেন,হুগলির চণ্ডীতলা বিধানসভা এলাকায় প্রচার চালাচ্ছেন এই দাপুটে বাম নেতা

প্রসেনজিৎ ধর, হুগলি :- নির্বাচনের আগে হুগলির চণ্ডীতলায় জোর কদমে প্রচার চালাচ্ছেন মহম্মদ সেলিম |প্রচারে বেরিয়ে রাজ্যের শাসকদল তৃণমূল এবং বিজেপি-কে কড়া ভাষায় আক্রমণও শানিয়েছেন সেলিম | তৃণমূল এবং বিজেপি কী ভাবে মানুষের সঙ্গে প্রতারণা করেছে বিগত দিনগুলিতে তাও সাধারণ মানুষের সামনে তুলে ধরেছেন তিনি | রাজ্য রাজনীতিতে একটি উল্লেখযোগ্য নাম মহম্মদ সেলিম | ১৯৯০ থেকে ২০০১ পর্যন্ত পরপর ২ বার রাজ্যসভার সদস্য নির্বাচিত হন ও সাংসদ হিসাবে দায়িত্ব পালন করেন এই অভিজ্ঞ বাম নেতা | সিপিএমের হয়ে তথা বাম-কংগ্রেস-আইএসএফ জোটের হয়ে এবার তিনিই চণ্ডীতলার প্রার্থী|

শুক্রবার মনোনয়ন জমা দিলেন মহম্মদ সেলিম | দীর্ঘদিন পর সিপিএম দলের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম আবার বিধানসভা নির্বাচনে প্রার্থী হলেন | গত ২০১৬-র বিধানসভা নির্বাচনে চণ্ডীতলা বিধানসভা থেকে তৃণমূল প্রার্থী স্বাতী খোন্দকার জয়ী হন| এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএম প্রার্থী মহম্মদ শেখ আজিম আলী | তবে এবার রাজ্য রাজনীতির সমীকরণটা অনেকটাই আলাদা |

বাম, কংগ্রেস ও ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট জোট করে এবার রাজ্য বিধানসভা নির্বাচনে লড়ছে | তাই ২০১৬ এবং ২০২১-এর বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপট এবার অনেকটাই আলাদা | এইবারে মহম্মদ সেলিমের প্রতিদ্বন্দ্বী বিজেপির যশ দাশগুপ্ত, তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকার| এই তিনজনের মধ্যে চলছে হেভিওয়েটের লড়াই | চণ্ডীতলা বিধানসভায় কে শেষ হাসি হাসে সেটাই এখন দেখবার বিষয় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *