অভিষেক সাহা, মালদহ :- গতকালই তৃতীয় দফার চূড়ান্ত প্রার্থী তালিকায় নাম ঘোষণা করেছে বিজেপি | আর তার পরের দিনই শুক্রবার বৃদ্ধা মায়ের পায়ে প্রণাম জানিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পড়লেন চাঁচল বিধানসভার বিজেপি প্রার্থী দীপঙ্কর রাম | শুক্রবার দিন সকালে মায়ের আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে প্রথমে বারোয়ারী মন্দির, তারপর পাহাড়পুর চণ্ডীমণ্ডপে গিয়ে পুজো দেন চাঁচল বিধানসভার মনোনীত বিজেপি প্রার্থী দীপঙ্কর রাম | পুজো শেষে কাঁধে ঢাক তুলে নিয়ে ঢাকও বাজান বিজেপি প্রার্থী | তবে আগামীকাল থেকে তিনি তাঁর বিধানসভা কেন্দ্রে প্রচার চালাবেন বলে জানান দীপঙ্কর রাম |
মন্দির থেকে বেরিয়ে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীপঙ্কর রাম বলেন, ‘চাঁচলবাসির আশা ছিল চাঁচলের ভূমিপুত্রকে প্রার্থী করা হোক তাঁদের সেই আশা পূর্ণ হয়েছে | আজ সবার আশীর্বাদ নিলাম আগামীকাল থেকে আমি আমার নির্বাচনী প্রচার শুরু করব |’ এদিন তিনি আরও বলেন,চাঁচল বিধানসভায় লড়াই হবে জোট প্রার্থীর সঙ্গে ভারতীয় জনতা পার্টির,চাঁচল বিধানসভায় তৃণমূলের প্রার্থী বহিরাগত বলে অভিযোগ তাঁর | প্রসঙ্গত, চাঁচল বিধানসভায় বাম-কংগ্রেস-আইএসএফ জোট প্রার্থী আসিফ মেহেবুব এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী নিহাররঞ্জন ঘোষ | যদিও গত বিধানসভা ভোটে কংগ্রেসের দখলে ছিল চাঁচল |