প্রসেনজিৎ ধর, হুগলি:- একসময় পেটের ভাত জোটাতে যে রিক্সা তাঁর অবলম্বন ছিল, সেটা চালিয়েই এদিন মনোনয়ন জমা দিতে গেলেন বলাগড়ের তৃণমূল প্রার্থী তথা বহু পুরস্কারে ভূষিত লেখক মনোরঞ্জন ব্যাপারী| দলিত সাহিত্য অ্যাকাডেমির সেই সভাপতি এবার বিধানসভা নির্বাচনে সবচেয়ে চর্চিত নাম | তাঁর কর্মী-সমর্থকদের মুখে আওয়াজ উঠল, ‘রিকশা এবার বিধানসভায়’ | প্রার্থী হওয়ার পর থেকেই মনোরঞ্জনবাবু বলাগড়ের মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য যাবতীয় চেষ্টা চালিয়েছেন | তৃণমূল সুপ্রিমো তাঁকে প্রার্থী ঘোষণা করার সময় বলেছিলেন,’বলাগড়ের প্রার্থী মনোরঞ্জন ব্যাপারী, তিনি দলিত সাহিত্য আকাদেমির প্রেসিডেন্ট | জীবনে অনেক দিন রিকশা চালিয়েছেন | আমি তাঁকে নিয়ে এসেছি এখানে | অনেক বই লিখেছেন|’
মনোরঞ্জন ব্যাপারী বলেন, আমি শ্রমজীবী মানুষ | প্রথম জীবনের রিক্সা চালাতাম | তারপর সাহিত্যে আসি | দিদি আমাকে বিশ্বাস করে প্রার্থী করেছে | আমি আমার প্রিয় বাহন রিকশা নিয়েই মানুষের ঘরে ঘরে প্রচারে বেরিয়েছি | এতে মানুষ বুঝতে পারবে তাঁদের হয়ে কথা বলার জন্য আমি বিধানসভায় যেতে চাইছি |” প্রসঙ্গত, এক সময় রিক্সা চালাতেন মনোরঞ্জন ব্যাপার, একদিন মহাশ্বেতা দেবীর সঙ্গে তাঁর পরিচয় হয় | এরপর মহাশ্বেতা দেবীর অনুপ্রেরণায় তিনি সাহিত্য জগতে আসেন | ‘ইতিবৃত্তে চণ্ডাল জীবন’, ‘বাতাসে বোরুদের গন্ধ’, ‘অমানুষিক’, ‘মতুয়া এক মুক্তি সেনা’তাঁর বিখ্যাত বই | লেখক হিসেবে সারা ভারতের পাঠকের কাছেই তাঁর পরিচিতি | এ বার বিধানসভা নির্বাচনে তিনি বালাগড়ের মানুষের মন জয় করতে পারবেন কিনা সেটাই এখন দেখবার বিষয় |