সঞ্জয় কাঁপরি, পূর্ব মেদিনীপুর:-এতদিন রাজনৈতিক দলের প্রচারে পোস্টার, হোডিং দেখেছি পাড়ার মোড়ে, দেওয়াল লিখনে | এইবার বিজেপির নেতা -মন্ত্রীদের ছবি দেখা গেল ভারতীয় স্টেট ব্যাঙ্কের এটিএম এর প্রবেশ দ্বারে | যা দেখে চক্ষু চরকগাছ সাধারণ মানুষের | বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের স্টেট ব্যাংকের একটি এটিএম কাউন্টারের প্রবেশ দ্বারে এমনই দৃশ্য দেখা গেল |
জানা গেছে, বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের চৌরঙ্গী মোড়ে স্টেট ব্যাঙ্কের একটি এটিএম কাউন্টারের প্রবেশ দ্বারে লাগানো হয়েছে নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং সদ্য বিজেপি দলে যোগদান করা শুভেন্দু অধিকারীর ছবি | স্টেট ব্যাঙ্কের এটিএম এ বিজেপি নেতাদের ছবি দেখে ব্যাঙ্ক গ্রাহক থেকে স্থানীয় মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয় | গ্রাহকদের মধ্যে কারোর কারোর মুখে শোনা গেল শেষমেষ স্টেট ব্যাঙ্ক কি তাহলে এবার বেসরকারি করণের পথে? এই ঘটনায় তৃণমূল নেতা প্রদীপ গায়েন এর অভিযোগ,জন সমর্থন হারিয়ে বিজেপির নেতা কর্মীরা এখন এই সব কাজ করছে | তিনি আরও অভিযোগ তুলে বলেন যেভাবে এটিএম কাউন্টারের সামনে বিজেপি নেতৃত্বের ছবি লাগানো হয়েছে তাতে মনে হচ্ছে এটা তাদের হয়ে গিয়েছে | যদিও প্রদীপ বাবুর দাবি আগামী দিনে তার যোগ্য জবাব দিয়ে দেবে, এ ভাবে সাধারণ মানুষের ভোট যাওয়া যায় না | এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্ব |স্থানীয় বিজেপি নেতাদের দাবি এটিএম এর বাইরে তাদের দলের কর্মীরা পোস্টার লাগায়নি, কারা লাগিয়েছে সেটা তাঁরা জানেন না বলেও দাবি তাঁদের | প্রসঙ্গত রাজনৈতিক মহলের দাবি, একুশে নির্বাচনের জন্যে নির্বাচন কমিশনের আদর্শ আচরণবিধি লাগু হয়ে যাওয়ার পর এইরকম ঘটনা ঘটবে না |